বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
রাজু আহমেদ রাজবাড়ী :
রাজবাড়ীর দৌলতদিয়া ( ৩) মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃরফিকুল ইসলামের নেতৃত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শীর্ষেন্দু সাহার সহযোগীতায় এ অভিযান পরিচালনা করেন। আটককৃত মাদকসেবীরা হলো, মানিক গঞ্জ পিয়ালপুর গ্রামের মোঃআনছার আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫), পাঁচুরিয়া এলাকার মোঃসাদেক সরদারের ছেলে মোঃরশিদ সরদার (৪৫), দেবগ্রাম (আবাসন) এলাকার মোঃ হিরণ বেপারীর ছেলে মোঃমমিন বেপারী (৪২)। আটককৃত মাদকসেবীর প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃরফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে এই মাদকসেবীদেরকে আটক করা হয়। তিনি আরো বলেন, গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।