শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
রাজু আহমেদ রাজবাড়ী :
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে স্বামীর উপর অভিমান করে গৃহবধুর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ ১৬ই মে রবিবার সকাল ৬টার দিকে ওই গৃহবধু আত্মহত্যা করে। নিহত গৃহবধু ইয়াসমিন (১৮) ছোটভাকলা ইউনিয়নে ০৪ নং ওয়ার্ড বিলডাঙ্গা গ্রামের হৃদয় (২১) এর স্ত্রী। হৃদয় ব্যাপারী (২১) ছোটভাকলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিলডাঙ্গা গ্রামের মাজেদ ব্যাপারীর ছেলে । পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ ইয়াসমিনের বাবার বাড়ি নোয়াখালী জেলার লক্ষ্মীপুর উপজেলায়। আরও জানা যায় এক বছর আগে ঢাকা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করার সুবাদে হৃদয় ব্যাপারী (২১) ও ইয়াসমিন (১৮) দুজনের মধ্যে প্রেমের সর্ম্পক্য গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক থেকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর হৃদয় তার স্ত্রী ইয়াসমিন কে বাড়িতে নিয়ে আসে এবং তাদের সংসার ভালোই চলছিল। প্রতিবেশী সুত্রে আরও জানা যায়, স্বামী হৃদয় ও গৃহবধু ইয়াসমিন তাদের এক বছর যাবত বিয়ে হয়েছে। গত ১ বছর যাবত গৃহবধু ইয়াসমিন তার বাবার বাড়িতে যান না। কিছুদিন যাবত ইয়াসমিনের বাবার বাড়ি যাওয়া নিয়ে ইয়াসমিন ও হৃদয়ের মাঝে ঝগড়া চলছিল। বাবার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে স্বামীর উপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধু ইয়াসমিন আত্মহত্যা করতে পারে বলে প্রতিবেশীরা জানান। এ বিষয়ে গৃহবধূ ইয়াসমিনের শাশুড়ির সাথে কথা বললে তিনি জানান, তাদের সাথে তার পুত্রবধুর সম্পর্ক খুব ভাল ছিল। সে এমন কাজ করবে আমরা বুঝতে পারি নাই। স্থানীয় আর এক প্রতিবেশী জানান, গত ১৫ ই মে শনিবার বিকালে গৃহবধূ ইয়াসমিন বেশ ভালোই হাসিখুশি ছিল এবং তার বাড়ির সকলের সাথে ফোনে কথা বলেছিল। কিন্তু তারা সকালে উঠে জানতে পারে গৃহবধূ ইয়াসমিন আত্মহত্যা করেছে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার এসআই মাছরুল আলম জানান, আপাতত দৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগেই আত্মহত্যার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।