বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
রাজু আহমেদ রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে আবারো নির্বাচিত হলেন গোয়ালন্দ ঘাট থানার এ এস আই মোঃ মোতালেব মুন্সি । মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠানে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এই নির্বাচিত এ,এস,আইকে পুরস্কার হিসাবে নগদ অর্থ প্রদান করেন। জানা যায়, এ,এস,আই মোঃ মোতালেব মুন্সি চতুর্থ বারের মতো রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন। তিনি গত মার্চ -এপ্রিল মাসে ওয়ারেন্ট ভুক্ত জিআর ১১ সিআর ১ সাজাপ্রাপ্ত ৪ মামলায় মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করেন। ২৫ মে মঙ্গলবার সকালে রাজবাড়ীর জেলা পুলিশ লাইনের ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন ) মোঃ সালাউদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জ্জামান,সহ জেলার বিভিন্ন থানা, জেলা গোয়েন্দা শাখা, জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের সকল ইউনিটের ইনচার্জ গন এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগন। এএসআই মোঃ মোতালেব মুন্সি জানান, আমরা আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে জনগণের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান স্যার যে ভাবে আমাদের সম্মানিত করেছেন তার জন্য স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গোয়ালন্দের সচেতন সমাজ বলেন এএসআই মোতালেব মুন্সি একজন সৎ কর্মঠ্য ও দুরন্ত সাহসী পুলিশ অফিসার।