শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
Reading Time: 3 minutes
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবারের গণসংযোগ ও পথসভায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। পথসভাগুলোতে মানুষের ঢল নামে।
পথসভাগুলোতে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এবার আমার নির্বাচনী শ্লোগান- ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান’। আমাদের ছেলে-মেয়েদের কর্ম দরকার। তাদের মধ্যে কেউ উচ্চ শিক্ষিত, কেউ মধ্যম, কেউ অষ্টম শ্রেণী পাস, আবার কেউ তেমন পড়াখেলা করতে পারেনি। সবার জন্যেই কর্মের ব্যবস্থা করতে হবে। যারা সুয়েটার বুনবে তাদের জন্য সুয়েটার কারখানা, যারা কাপড় সেলাই করতে তাদের জন্য কাপড়ের কারখানা, যারা হাতে-কলমে কাজ করতে তাদের জন্য কৃষি নির্ভর কারাখানা তৈরি করতে চাই। নওদাপাড়ায় শিল্প এলাকা গড়ে উঠছে। মাননীয় প্রধানমন্ত্রী বিসিক শিল্পনগরী-২ দিয়েছেন, সেটি নির্মাণ সম্পন্ন হয়েছে, এখন প্রায় ২২৭টি প্লট আগ্রহী উদ্যোক্তদের বরাদ্দ দেওয়া হবে। ঢাকা থেকে, গাজীপুর থেকে, নারায়ানগঞ্জ থেকে শিল্পপতির নিয়ে এসে ছোট করে হলেও কিছু গার্মেন্টস, সুয়েটার, কৃষিজাত পণ্য ভিত্তিক শিল্পকারাখানা করতে চাই। সেখানে আগামী ৫ বছরে অন্তত ৪০ থেকে ৫০ হাজার মানুষের কর্মের ব্যবস্থা হবে। আপনারা দোয়া করবেন, নৌকা মার্কায় ভোট দিবেন, আমি যেন আপনাদের খেদমত করে যেতে পারি।
তিনি আরো বলেন, রাজশাহী ইতোমধ্যে পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে পরিণত হয়েছে। আমি নির্বাচিত হলে আগামী ৫ বছরে রাজশাহী আরো সুন্দর শহর হবে, কর্মচঞ্চল শহর হবে। আর মাত্র কয়েকটি বছর আপনারা অপেক্ষা করেন, আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।
রাসিক নির্বাচন: রাজশাহীর উন্নয়নে জাপা প্রার্থীর ৩৬ দফা প্রতিশ্রুতি
কর্মসংস্থান সৃষ্টি ও হোল্ডিং ট্যাক্স কমানোসহ ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। শনিবার (১০ জুন) দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মলেন করে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহার ঘোষণা শেষে উপস্থিতির পরিচয় বলতে চেয়ারম্যানের উপদেষ্টা পদ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাগবিতন্ডা ঘটনা ঘটে। জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে আপনারা রাজশাহীর ব্যাপক উন্নয়ন দেখেছেন। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে দেশের মধ্যে মডেল সিটি হিসেবে গড়ে তোলাই আমার দীর্ঘদিনের স্বপ্ন। নতুন সব স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে নগরবাসীর দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করছি। এদিকে, ইশতেহার ঘোষণার শেষে জাতীয় পার্টির রাজশাহী জেলার সভাপতি আবুল হোসেনের পরিচয়ে চেয়ারম্যানের উপদেষ্টা পরিচয় না দেওয়ায়এ নিয়ে তিনি ক্ষিপ্ত হন। পরে তিনি মহানগরের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মিন্টুর উপর রাগারাগি করেন। তখন দুই পক্ষের বাগবিতন্ডা চলাকালীন সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়ে যান জাতীয় পার্টির প্রার্থী স্বপন।
এবিষয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ইশতেহার ঘোষণার পর আমাদের জেলার সভাপতির সঙ্গে পদবী নিয়ে আমাদের এক কর্মীর বাগবিতন্ডা হয়। তার পদবীটা দিতে গিয়ে তিনি ভুল করেছেন। সেখানে তিনি তাকে প্রশ্নবিদ্ধ করেছেন। এটাতো উচিত নয়। একজন জ্ঞানী মানুষ কেন এটি করবে। তিনি আরও বলেন, আপনাদের কাছে অনুরোধ করবো এটা কাউন্টারে নিয়েন না। ভাই হিসেবে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। যা হয়েছে এটা বিশাল কিছু না।
রাজশাহী সিটি নির্বাচন ঘিরে সক্রিয় প্রতারক চক্র ফল পরিবর্তনের হুমকি
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে সামনে প্রার্থীদের প্রতারিত করার ফাঁদ পেতেছে একটি প্রতারক চক্র। চক্রটি নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা সেজে কাউন্সিলর প্রার্থীদের কাছে হোয়াটসঅ্যাপে ফোন করে ভোটে জিতিয়ে দেওয়ার প্রলোভন দিচ্ছে। আর তাদের ‘কথা না শুনলে’ নির্বাচনের ফল পরিবর্তনের হুমকিও দেওয়া হচ্ছে। প্রতারণার চেষ্টার বিষয়টি বুঝতে পেরে ইতোমধ্যে একজন কাউন্সিলর প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আরমান আলী এ অভিযোগ দিয়েছেন। অভিযোগ আমলে নিয়ে প্রতারক চক্র থেকে প্রার্থীদের সর্তক থাকার আহŸান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাউন্সিলর প্রার্থী আরমান আলীকে গত বৃহস্পতিবার সকাল ৭টা ৯ মিনিটে তার ব্যক্তিগত মোবাইলের হোয়াটসঅ্যাপে ০১৮৭৬৯৫৮০৩২ নম্বর থেকে ফোন করা হয়। ফোনে প্রতারক নিজেকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহাসান হাবিব খান পরিচয় দেন। হোয়াটসঅ্যাপে নির্বাচন কমিশনার আহসান হাবিবের ছবিও ব্যবহার করা হয়। নির্বাচন কমিশনার সেজে এই প্রতারক প্রার্থীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। বলেন, তার কথামতো কাজ করলে আসন্ন নির্বাচনে আরমান আলীকে আবার জিতিয়ে দেওয়া হবে। এরপর সকাল ৮টা ২৪ মিনিটে আবার ফোন করে ০১৮৭৬৯৫৯৭৩১ নম্বরটি দেন। জানান, এই মোবাইল নম্বরটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের। ওই প্রতারক এই নম্বরে যোগাযোগের জন্য আরমান আলীকে নির্দেশনা দেন। যোগাযোগ না করলে তারা নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার হুমকি দেন। তবে আরমান আলী হুমকি পাত্তা দেননি। পরবর্তীতে আবারও সকাল ৮ টা ২৯ মিনিটে, ৮টা ৩৮ মিনিট এবং বেলা ১১টা ১৩ মিনিটে প্রতারক চক্র আবারও কল দেয়। এটি সংঘবদ্ব একদল প্রতারক চক্র মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করার চেষ্টা করছে বলে বুঝতে পেরে আরমান আলী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। পরে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের সতর্ক করে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। সেখানে তিনি বলেন, এ ধরনের কর্মকাÐের সঙ্গে নির্বাচন কমিশন কোনভাবেই সম্পৃক্ত নয়। এটি প্রতারকচক্রের কাজ। এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহŸান জানান। এ বিষয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নির্বাচন কমিশনে অবগত করে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আসন্ন সিটি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে এই প্রতারক চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহŸান জানান তিনি।