শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘায় সেবার মান যাচাইয়ে গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় গুড় তৈরিতে নানা অনিয়মের দায়ে দুই গুড় আড়ৎকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার সকালে বাঘার আড়ানি এলাকায় ভোক্তা অধিদফতরের বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করেন।
প্রতিষ্ঠানটির বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, র্যাব-৫ এর সহায়তায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে বাঘার আড়ানি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সেকেন্দার গুড় আড়তে আখের রসের পরিববর্তে পাঁচটি রাসায়নিক উপাদান ব্যবহারের প্রমাণ মেলে। তারা চিনি, চুন, ফিটকিরি, ডালডা ও রং দিয়ে আখের গুড় তৈরি করছিল। আখের উপাদান ছাড়াই গুড় তৈরি করে আখের গুড় বলে বিক্রি করছিল। এছাড়াও গুড় তৈরির কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ ছিল। এসব অপরাধে কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, এসময় পাশের আরেকটি ছোট গুড় আড়তে অভিযান চালানো হয়। একই অপরাধে দুলাল গুড় আড়তের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ৮৫০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা।