মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ৯ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় বনলতা আবাসিক হোটেল অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারী-সহ ৯ জনকে আটক করে। তিনি আরও জানান, রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষে আরএমপি পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যপারে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।