শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর তালাইমারী আমেনা ক্লিনিকে দাঁতের চিকিৎসা করাতে এসে রা.বি স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণী পড়–য়া ছাত্রী (১৩) যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে ডা. রাজু আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার রাত ১১টার দিকে বিক্ষুদ্ধ রাবি’র শিক্ষার্থীরা আমেনা ক্লিনিকে গিয়ে ড. রাজুকে গণধোলাই দিয়েছে। সেই সাথে ওই ছাত্রীর মা ডেন্টাল ড. রাজুকে সেন্ডেল খুলে পিটিয়েছেন বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।
সোমবার দিনগত রাত ১২টায় বোয়ালিয়া থানায় গিয়ে ছাত্রীর মা ড. মোসাঃ সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি জানান, সোমবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে তাঁর মেয়েকে (১৩) নিয়ে তালাইমারী আমেনা ক্লিনিকে যান মেয়ের দাঁতের সমস্য দেখাতে। এরপর তিনি ব্যক্তিগত কাছে বাড়িতে যান এবং ১ঘন্টার মধ্যে ফিরে ক্লিনিকে আসেন। এসেই তিনি তার মেয়ের কাছে জানতে পারেন ডা. রাজু জোরপূর্বক তার মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন। শুনেই তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ডা. রাজুকে স্যান্ডেল খুলে গালে মুখে আঘাত করেন। খবরটি ছড়িয়ে পড়লে রাবি’র অর্ধশত শিক্ষার্থীরা ক্লিনিকে গিয়ে ডা. রাজুকে গণধোলাই দেন। এ সময় রাজু অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন ওই ক্লিনিকের লোকজন। তিনি আরও বলেন, ডা. রাজু ও তার স্ত্রী ডা. উম্মে কাউসার জাহান রাবি মেডিকেলের চিকিৎসক। আমাকে আপা বলে রাজু। আমার মেয়েকে মা বলে ডাকে। তার দ্বারা কিভাবে সম্ভব হলো এই ধরনের আচারণ। মামলা করবেন বলেও জানান স্কুল ছাত্রীর মা। স্কুল ছাত্রী জানায়, আমার দাঁত দেখে গালের নিচে চোয়ালে হাত দিয়ে ফোলা স্থানগুলি দেখছিলেন ডা. রাজু। এরই এক পর্যায়ে তিনি জামার গলার ভেতর জোরপূর্বক হাত ঢুকিয়ে দেন বলে কান্না কাটি শুরু করেন। হামলায় আহত চিকিৎসক রাজু আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তার স্ত্রী ডা. উম্মে কাউসার জাহান। এ ব্যাপারে জানতে চাইলে জা. রাজু জানান, বাদীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার বিরূদ্ধে তার লোকজনকে মিথ্যা তথ্য দিয়ে হামলা করিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানান, কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।