বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলামিন (২২), নামের এক মাদক কারবারিকে আটক করেছে।
রবিবার (২৫ ডিসেম্বর) বিকালে র্যাব-৫,এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ আলামিন রাজশাহীর গোদাগাড়ী থানার সহরাগাছী গ্রামের মোঃ জাহিদুর ইসলামের ছেলে।
র্যাব জানায়, শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গোদাগাড়ী ধানাধীন রেলগেট বাজারে একজন মাদক কারবারি মাদকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪৯০ পিচ মরন নেশা ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মোঃ আল-আমিনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রবিবার সকালে তাকে গোদাগাড়ী মডেল থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।