বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন
Reading Time: 3 minutes
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ আরিফ হোসেন(৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত পৌনে ১২টায় নগরীর উপকন্ঠ বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ আরিফ হোসেন চারঘাট থানাধীন তাতারপুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা শাখার পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নগরীর উপকন্ঠ বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড়ে মোঃ মানিক হোসেনের চায়ের দোকানের সামনে মাদক বিক্রয়ের লক্ষ্যে ১জন মাদক কারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নের্তৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মোহাঃ আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার কাছে থাকা ৩কেজি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বেলপুকুর মোড়ে অবস্থান করছিলো। উদ্ধারকৃত গাঁজা মূল্য- ৬০ হাজার টাকা।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।
রাজশাহীতে শীর্ষ মাদক কারবারী সাইফুল গ্রেফতার রাজশাহীতে শীর্ষ মাদক কারবারি সাইফুলকে গ্রেফতার করেছে মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশ। সাইফুল মহানগরীর ভদ্রা জামালপুর এলাকার শমসেরের ছেলে।
মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত ১০ টার দিকে চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্গাপুর উপজেলার আমগাছী গ্রামের নিভৃত এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
কুখ্যাত মাদক কারবারি সাইফুলের বিরুদ্ধে রাজশাহীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও সে মাদকের পাঁচটি মামলার পলাতক আসামী । পুলিশের একটি সূত্রের দেয়া তথ্য মতে, ২০০০ সালের আগে সাইফুল রংপুর বিভাগের কুড়িগ্রাম থেকে রাজশাহীতে আসে। এরপর রাজশাহী মহানগরীর ভদ্রার একটি বস্তিতে বসবাসের পাশাপাশি বাদাম বিক্রি, রিকশা চালানো ও তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ শুরু করে।
এক পর্যায়ে সে খুচরা গাঁজা বিক্রি শুরু করে। সেই সময় পুরো রাজশাহী মহানগরীর মাদক কারবারি ও মাসক সেবিরা তাকে গাঁজা সাইফুল বলে এক নামে চেনে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। জেলার বিভিন্ন উপজেলা, থানা এবং মহানগরীতে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল সরবরাহ করতে শুরু করে সে। মাদক কারবারের টাকায় সে রাজশাহী মহানগরীর ভদ্রা, পদ্মা আবাসিক ও জামালপুর সহ রাজশাহী ও রংপুরের একাধিক এলাকায় বাড়ি, জমি ও একাধিক ট্রাকের মালিক বনে যায় সাইফুল। বর্তমান সরকারের মাদকবিরোধী অভিযান শুরু হলে সাইফুল আত্মগোপনে চলে যায়। চন্দ্রিমা থানার ওসি মোঃ এমরান হোসেন জানান, সাইফুল রাজশাহীসহ আশপাশের জেলায় একজন কুখ্যাত ও চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। যার মধ্যে পাঁচটি মামলায় সে পলাতক আসামি। মঙ্গলবার (২১ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে দুর্গাপুরের একটি প্রত্যন্ত গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২২ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি এমরান।
রাজশাহীতে বিপুল পরিমান হেরোইনসহ মাদক কারবারি র্যাবের জালে
রাজশাহীতে বিপুল পরিমান হেরোইনসহ মোঃ শের আলী (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৪৮৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার মাদক কারবারি মোঃ শের আলী মোহনপুর থানার মাটিকাটা গ্রামের মোঃ আঃ মজিদ সরকারের ছেলে। বুধবার সকালে র্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, মঙ্গলবার (২১) জুন রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন দাউকান্দি কলেজ গেটের সামনে ১জন মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রয়ের লক্ষ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪৮৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি মোঃ শের আলীকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে রাজশাহীর দূর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইণে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।