বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী:
রাজশাহীর চারঘাটে ৩০৩ গ্রাম হেরোইনসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যা ব-৫।
শুক্রবার (৮এপ্রিল) বিকেল ৫টায় চারঘাট থানাধীন ইউসূফপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার তরা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক কারবারীরা হলো: উপজেলার পুঠিয়া থানাধিন পলাশবাড়ী গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ মতিউর রহমান (৩২) ও একই গ্রামের মোঃ মাহাবুর রহমামের ছেলে মোঃ সুমন আলী (২৫)। শুক্রবার রাত সাড়ে ৯টায় র্যা ব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যা ব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যা ব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, চারঘাট থানাধীন ইউসূফপুর পশ্চিমপাড়া গ্রামে জনৈক মাদক কারবারী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩০৩ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যা ব।