বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক লাকি আক্তার মিথিলা-সহ ২৭ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন: মোসাঃ লাকি আক্তার মিথিলা(২২), তিনি মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার ওয়াদুদের মেয়ে এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তিনি, মোঃ হাবিবুর রহমান সুজন (৩৭), তিনি মহানগরীর কর্ণহার থানার দমদমা এলাকায় কাজিম উদ্দিনের ছেলে এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, আওয়ামীলীগ কর্মী শুভ (২১), তিনি মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় মানিকের ছেলে, মোঃ রাশেদুল ইসলাম মিলন ওরফে কানা মিলন (৪৪), তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মৃত হাফিজ উদ্দীন হাগনার ছেলে ও মোঃ মনিরুজ্জামান (৩২), তিনি মহানগরীর কর্ণহার থানার তালুক ধর্মপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে ৫জন, মাদক মামলায় ৪জন, অন্যান্য অপরাধে ১৪জন এবং ওয়ারেন্টভ‚ক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।