বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
Reading Time: 2 minutes
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ উজ্জল আলী (২৬) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতার মাদক কারবারি উজ্জল আলী মহানগরীর মতিহার থানার ডাসমারী এলাকার বাসিন্দা। রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-৫, রাজশাহী মোল্লা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম। তিনি জানান, শনিবার সন্ধায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর মতিহার থানার ডাসমারী এলাকায় এক ব্যক্তি মাদকসহ খদ্দেরের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ উজ্জল আলী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গাঁজাগুলি নিজের বলে স্বিকার করে সে। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারি উজ্জলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে মতিহার থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্ত।
রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারি
রাজশাহীর বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ আবুল হোসেন (৩৭) নামের এক মাদক কারবারি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার মাদক কারবারি মোঃ আবুল হোসেন বাঘা থানাধিন দক্ষিন মিলিক গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে। বরিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতেখায়ের আলম। তিনি জানান, শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পরে, বাঘা থানাধীন পুরাতন বাসটার্মিনালের একটি কাউন্টারের প্লাস্টিকের ক্যারেটের মধ্যে বিশেষ কায়দায় ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে। এমন তথ্যের ভিত্তিতে ঈগল বাস কাউন্টারের ভিতরে অভিযান চালিয়ে ১১০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ মাদক কারবারি আবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি এসআই মোঃ ইনামুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। জিজ্ঞাসাবাদে সে স্বিকার করে, জব্দকৃত ফেনসিডিলগুলি তার। সে আরও জানায়, একই কায়দায় দির্ঘদিন যাবত রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ফেনসিডিল সরবরাহ করে আসছে। এ ব্যপারে গ্রেফতার মাদকারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে বাঘা থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।