শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা পুলিশ কর্মকর্তা বিজয়-উৎপলকে ধরলেই মিলবে কাজেম হত্যার উত্তর: দাবি চিকিৎসকদের সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে  বিক্ষোভ ও মানববন্ধন  দেশদ্রোহী খুনি হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে দ্রুত নির্বাচন দিতে হবে–আহসান হাবিব লিংকন রংপুরে জমি লিখে না দেয়া মাকে বেধড়ক পেঠালো ছেলে ও ছেলের বউরা শ্রীবরদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ মান্দায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ

রাজশাহীতে সাংবাদিক তারা’র উপর হামলাকারী মূল হোতা মিলন ও তার সহযোগীরা  

Reading Time: 3 minutes

স্টাফ রিপোর্টার, রাজশাহী: সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৭টা ২৫ মিনিটে নুরে ইসলাম মিলন তার সহযোগিরা এহেসান হাবিব তারাকে মারপিট করে আহত করেছে।  এ ঘটনা বোয়ালিয়া মডেল থানার গেইটের ১০গজ দূরে।
সাংবাদিক তারা বোয়ালিয়া মডেল থানায় তার ব্যক্তিগত কাজ শেষে বাইরে বের হতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা নুরে ইসলাম মিলন ও রনক তাকে ধরে ফেলে। এ সময় মিলন তাকে মারধর করে এবং অকাথ্য ভাষায় গালিগালাজ করে। একই সময় তারার বন্ধু পারভেজকে গালিগালাজ করে এবং তার বাড়িতে ঢুকে মারার হুমকি দেয়। তারা সংখ্যায় অনেক দেখে দ্রুত সেখান থেকে তারা চলে গেলে  আবার তাদের আটক করে মারপিট করে মিলন ও তার সহযোগীরা। এ সময় তারা অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
তারার দুই ছেলে বড় হচ্ছে ভালো স্কুলে পড়ছে। বির্তকিত মিলনের কর্মকান্ডের কোন পরিবর্তন হয়নি। ভুয়া দুদক অফিসার পরিচয়ে ৮লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় জেলে যায়। এর আগে একবার আড়াই লাখ টাকার চেকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে হাজতে যায়।  রেলে চাকরির নামে রায়হান নামের এক যুবকের কাছ থেকে ২লাখ ৯০ হাজার গ্রহন করে। পরে রায়হানের মামলায় আবারও জেলে যায়। আর এই তিনটি মামলাতেই র‌্যাব-৫ তাকে গ্রেফতার করে। জামিনে মুক্ত হয়ে এসে কিছুদিন চুপ থাকে মিলন। তারপর আবারও তার সহযোগীদের নিয়ে সিন্ডিকেট গড়ে তুলে শুরু করে ব্ল্যকমেইলসহ নানা ধরনের অপকর্ম। রাসিক মেয়রের নাম ভাঙ্গিয়ে রেলে চাকরি দেয়ার নামে ৮লাখ টাকা হাতানোর চেষ্টা করে ব্যার্থ হয়। সম্প্রতী রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমানের বেতনভূক্ত কর্মচারী হানিফ বিকাশ থেকে মোটা অংকের টাকা এবং ব্যবসার ৪টি ফাইল চুরি করে রাজশাহী প্রেসক্লাব থেকে পালিয়েছে। তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে মিলন। সাথে রয়েছে পিলখানা ফেরত চাকরিচ্যুত বিডিআর মোজাম্মেল হক বাবু,  ওয়েল্ডিং মিস্ত্রি সুরুজ, মারুফসহ কয়েকজন প্রতারক।

সম্প্রতি রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমানকে নাস্তিক আখ্যা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে উসকানিমূলক অপপ্রচার মানববন্ধন করার চেস্টা করে এই  মিলন। রাতের আঁধারে লিফলেট বিলি করে। ধর্মপ্রাণ মুসল্লিদের দ্বারে দ্বারে ঘুরে আন্দোলন গড়ে তোলার চেস্টার ত্রুটি করেনি সে। কিন্তু সাধারণ মানুষ ধর্মপ্রাণ মুসল্লি তাদের পাত্তা দেয়নি।
এই চক্রের মূল হোতা মিলনের র্টাগেট ছিলো মোঃ সাইদুর রহমান ভয় পেয়ে তাকে ডেকে মোটা অংকের টাকা দিবে এবং মিলনকে প্রেসক্লাবে পদ দিবে। কিন্তু তাদের টার্গেট ব্যর্থ করে দিয়েছে সালাউদ্দিন মিন্টু, তমাল দাস, রাতুল সরকার, মাসুদ রানা রাব্বানী মাসুদ, আলী পুলক, জাহিদ, রানা সাংবাদিক এবং তাদের সহকর্মী ও বন্ধুরা।
সেই সাথে এহেসান হাবিব তারা তারার স্ত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাফ জানায় তারার ফেসবুক থেকে কোন স্ট্যাটাস বা কাউকে নিয়ে কিছু লিখা যাবেনা। নইলে আইনের আশ্রয় নিবো। তারার স্ত্রীর ভাষ্য তাদের দুইটা ছেলে বড় হয়েছে। ভাল স্কুলে পড়ে। মিলনের মতো তারারও যদি নামের সাথে প্রতারক যুক্ত হয়। তাহলে ভালো ফ্যামিলির কেউ তাদের ছেলের সাথে মিশবে না। এমন ভাবনা থেকেই তারাকে সরিয়ে নেয় তারার স্ত্রী। এটাই তাদের কাল হলো। স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হুমকি এলো মিলনের, লিখলো ৫১০০টাকা পাবো আজই দিতে হবে। সেই টাকাও তারার স্ত্রী পরিশোধ করে মিলনকে।
কিন্তু দলে লোক কমে যাচ্ছে তাই তারাকে ব্ল্যাকমেইল করে দলে ভেড়াতে শেষ পর্যন্ত হামলা করে মারপিট করে মিলন।
এছাড়াও সাইদুর রহমানের পাশে যারা ছিলে তাদের টার্গেট করছে এই  চক্রের মূল হোতা। প্রতিদিনই তাদের মা, বৌ, বোন, ভাসতি নিয়ে বাজে ভাষায় গালিগালাজ কর স্ট্যাটাস দিচ্ছে। এই সকল ঘটনার তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি ভুক্তভোগীদের।
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান জানান, বেকারত্ব দূর করতে ৪বছর আগে মিলনকে ১লাখ ৪০ হাজার টাকা ব্যবসা করতে দিয়েছিলাম। ফেরত দেয়নি। হানিফকে সেই ১০বছর ধরে মানুষ করছি। মাসে মোটা টাকা বেতন দিয়েছি। তার বাবা নাই। তাকে সাড়ে ৬ লাখ টাকা খরচ করে তার জমিতে বাড়ি বানিয়ে দিয়েছি। সেই হানিফ আমাকে দুই বার মেরে ফেলার চেষ্টা করেছে। গলায় চাকু ধরে ভয়ভীতি দেখিয়েছে। মিলন আমার নামে আজে বাজে স্ট্যাটাস দেয়। অকাথ্য ভাষায় গালিগালাজ করে প্রতিনিয়তই।
তিনি আরও বলেন এদের কোন ধর্ম, ঈমান, বিবেক কিছু নাই। লক্ষ্য হলো মানুষেরে ক্ষতি করা। এদের আইনের আওতায় আনা উচিৎ বলেও মন্তব্য করেন এই সভাপতি।
উল্লেখ্য, মোঃ সাইদুর রহমানের পিতা: মৃত আতাউর রহমান (সাবেক রাজশাহী জেলা গভার্ণর এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ছিলেন), তারা মা মৃত বেগম মনোয়ারা রহমান তিনি একজন ভাষাসৈনিক ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রা:বি) প্রতিষ্ঠাতা সাইদুর রহমানের আপন  নানা মাদার বখস্। রাবি ছাড়াও তিনি ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। ঐতিহ্যবাহি প্রেসক্লাব রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান। কর্ম, ব্যবসা এবং জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকায় রাজশাহী স্টাফ রিপোর্টার হিসেবে ৩০ বছর যাবত দায়িত্ব পালন করছেন।
তিনি একজন সিনিয়র সাংবাদিক। তিনি হার্ট ও কিডনি জনিত সমস্যায় ভূগছেন। তার শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে  নিঃস্বার্থ ভাবে রাজশাহীর কিছু সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং স্থানীয় কিছু ভালবাসার মানুষ এই প্রতারক চক্রের বিরুদ্ধে তার পাশে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com