বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ডাকাত দলনেতা গ্রেফতার রাজশাহী মহানগরীতে ডাকাত দলনেতা মোঃ আরাফাত হোসেন তুষার গ্রেফতার।
রাজশাহী মহানগরীর নওদাপাড়া হতে পান ব্যবসায়ীর নিকট থেকে ৩৪ লাখ ২৭হাজার টাকা ডাকাতী মামলার ডাকাত দলের দলনেতা মোঃ আরাফাত হোসেন তুষার (৩৩)কে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৭টায় নগরীর বোয়ালিয়া থানাধীন শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ডাকাত দলনেতা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মোঃ আলতাব হোসেনের ছেলে মোঃ আরাফাত হোসেন তুষার। যার মামলা নং- ২৪/১৭৭ তাং- ২২/০৮/২২ ইং ধারা- ৩৯৫/৩৯৭ দঃবিঃ।
বুধবার বিকেলে র্যাব- ৫, মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার পান ব্যবসায়ীর কাছ থেকে ৩৪ লাখ ২৭ হাজার টাকা ডাকাতী মামলার প্রধান আসামী মোঃ আরাফাত হোসেন তুষার নগরীর বোয়ালিয়া থানাধীন শেখপাড়া এলাকার জনৈক মোঃ আব্দুস সালামের ৪তলা বাসার ৩ তলায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার ডাকাত মোঃ আরাফাত হোসেন তুষার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতার ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শাহমখদুম থানার মাধ্যমে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব। উল্লেখ্য, ২১ আগস্ট ভোর সাড়ে ৫টায় শাহ মখদুম থানাধীন নওদাপাড়া পোস্টাল একাডেমীর সামনে থেকে মোঃ আরাফাত হোসেন তুষারসহ সংঘটিত ভাবে অ্যাম্বুলেন্সে এসে মারাত্মক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পান ব্যবসায়ীদের কাছ থেকে ৩৪ লাখ ২৭ হাজার টাকা ডাকাতী করে পালিয়ে যায়।