বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি-সহ মোঃ রায়হাতুল সালমান রাজ (১৯), নামের এক অস্ত্র কারবারী গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধায় মহানগরী চন্দ্রিমা থানাধীন খরখড়ী এরাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তকেব তার সাথে থাকা অপর তিনজন সহযোগী পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ রায়হাতুল সালমান রাজ, সে রাজশাহীর দূর্গাপুর থানা হাট কানপাড়া গ্রামের মোঃ আব্দুস ছালামের ছেলে। পলাতক আসামী মোঃ মাইনুল ইসলাম (৩২), সে একই থানার খিদ্র খলসী গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে, মোঃ জনি (৩৬), সে গগনবাড়িয়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে, আইয়ুব আলী (৫০), বাজু খলসী(সাজিপাড়া) গ্রামের বাসিন্দা ও মোঃ রফিকুল ইসলাম (৫৫), গগনবাড়িয়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাাব জানায়, জিজ্ঞাসাবাদের গ্রেফতার রাজ জানায়, বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি পলাতক আসামীগনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের ব্যবসা করে আসছে। এ ব্যপারে গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী মহানগীর চন্দ্রিমা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।