শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে শহীদ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২১ মে) সকাল ১১টায় মহানগরীর তালাইমারি শহীদ মিনার প্রাঙ্গণ ওয়াই এম স্পোর্টিং ক্লাবের ভেতরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ১শত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা করেন রাজশাহী জেলা প্রশাসক, মোঃ আব্দুল জলিল ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল জলিল জেলা প্রশাসক, রাজশাহী। মোঃ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার রাজশাহী মহানগর ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। মোঃ সাফকাত মঞ্জুর বিপ্লব সহ-সভাপতি, শহীদ পরিবার কল্যাণ পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাজিম উদ্দিন সভাপতি, শহীদ পরিবার কল্যাণ পরিষদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ শাহজামান, সিনিয়র সহ-সভাপতি, শহীদ পরিবার কল্যাণ পরিষদ। আয়োজনে, শহীদ পরিবার কল্যাণ পরিষদ রাজশাহী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শহীদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি, মোঃ নাজিম উদ্দিন। সিনিয়র সহ-সভাপতি, মোঃ শাহজাহান। সহ-সভাপতি মোঃ শাফকাত মঞ্জুর বিপ্লব। সাধারণ সম্পাদক, মোঃ হাবিবুর রহমান হাবিব। সাংগঠনিক সম্পাদক, মোঃ আমিনুল ইসলাম মানিক। দপ্তর সম্পাদক, মোঃ মানিক শেখ। সদস্য, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আলমগীর কবির ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।