বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) উদ্দ্যোগে বাৎসরিক বনভোজন, ক্রিকেট খেলা ও হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারী) সকাল ১১টায় রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) শাহমখদুম হলের পেছনের মাঠ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকের মধ্যে ৪টি টিম অংশগ্রহণ করেন।
এদিন দুপুর ৩টায় রাবি বদ্ধভূমি চত্বরে বনভোজনের শেষে, হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে বিকাল ৫টায় সকল আয়োজনের সম্পাপ্তি ঘোষনা করা হয়। পুরো অনুষ্ঠানে বিভিন্ন পত্রিকার ৭৪জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। তবে তারা প্রত্যেকেই রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন, দৈনিক খোলা কাগজ, দৈনিক সময়ের কাগজ, সাপ্তাহিক বাংলার বিবেক, নিউজ রাজশাহী ২৪ ডট কম, নতুন মাত্রা ডট কম, মতিহার বার্তা ডট কম ও রাজশাহী সময় ডট কম এর কতৃপক্ষবৃন্দ।