মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি:
শিরোনামঃ র্যাবের অভিযানে ক্লুলেস হত্যা মামলার ০১ জন সন্দেহভাজন আসামি গ্রেফতার।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ গত ২১ ডিসেম্বর ২০২২ তারিখ কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বহলবাড়িয়া এলাকায় মোঃ জসিম (৪০) নামের এক ভ্যান চালককে হত্যা করে ফেলে যায় অজ্ঞাতনামা ব্যক্তিরা। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের ভাই বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-৩৩, তারিখঃ ২২ ডিসেম্বর ২০২২, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার সন্দেহভাজন আসামি মোঃ রেন্টু (৩৮), পিতা-মোঃ রুস্তম প্রামানিক, সাং-বহলবাড়িয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া যশোর জেলার সদর উপজেলায় অবস্থান করছে। সেই মোতাবেক অদ্য ২২ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ০১:০০ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের সহযোগিতায় হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে উক্ত সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
স্বাক্ষরিতঃ মোহাম্মদ ইলিয়াস খান,স্কোয়াড্রন লীডার,কোম্পানী কমান্ডার।