admin
- ১৬ জানুয়ারী, ২০২৩ / ২০০ Time View
Reading Time: < 1 minute
এম আর রাসেল হোসাইন।
নাটরের লালপুরে মানব কল্যাণ মডেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৬ই জানুয়ারি দুপুর ৩টার সময় লালপুর মানব কল্যাণ মডেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সেে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন হাসপাতালের এমডি একাব্বর হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন,
গত ১৫/০১/২০২৩ইং রোজ রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে আমার মানব কল্যাণ মডেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্স এ একদল সন্ত্রাসী হামলা ভাংচুর ও চাঁদাবাজী করতে আসে। আমার হাসপাতালের সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির রাজন, পিতা: মৃত বীর মুক্তিযোদ্ধা কাজী আজিজুল ইসলামকে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে এক দল সন্ত্রাসী রাজন এর কাছে চাঁদা দাবি করে ও আমার হাসপাতালের স্টাফদের মারধোর করে। রাজন চাঁদা দিতে অস্বীকার করলে হাসপাতাল ভাংচুর করে এবং তাকে ভিতর থেকে টেনে হেছরে বাহিরে বের করে এলোপাথারী ভাবে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে মারধোর করে এবং তার কাছে থাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়, মোঃ মনোয়ার হোসেন নান্টু, মোঃ ফিরোজ, মোঃ নিউটন, মোঃ হিটলার, মোঃ নিজাম, মোঃ সৈকত, মোঃ আনিচুর রহমান আনিচ এ সকল সন্ত্রাসী গুলো রাজনকে বলে হাসপাতাল চালাইতে হইলে ১ ঘন্টা সময়ের মধ্যে পাঁচ লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করে এবং এই বলে হুমকি দিয়ে যায় যে, টাকা না দিলে যে কোন স্থানে পাইলে হত্যা করে লাশ গুম করে ফেলবো। আমার জীবন হুমকির মধ্যে থাকায় আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি। আমার এই সংক্রান্ত বিষয়ে থানায় আমার সহকারী পরিচালক একটি অভিযোগ দায়ের করেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করছি। আমার পরিচালক ও হাসপাতালের সকল স্টাফদের জীবন নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি। এই ভাংচুর ও নেক্কার জনক কাজের জন্য তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এদের আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠ বিচার দাবি করছি। না হলে আমরা পরবর্তী মানব বন্ধন কর্মবিরতী ও কঠোর থেকে কঠোর কর্মসূচী নিতে বাধ্য থাকিবো।