রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মিজানুর রহমান মিলন,বগুড়া:
শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শিক্ষকগনের “আইসিটি ইন এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স” বিষয়ক ১০ দিন ব্যাপি প্রশিক্ষন ২৫ জুলাই ২০২৩ খ্রিঃ হতে শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষন কার্যক্রম বৃহস্পতিবার (২৭ জুলাই ২৩) পরিদর্শন করেন শাজাহানপুর উপজেলা সহকারি প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। তিনি বলেন বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা পাঠদানে নতুন মাত্রা এনে দিয়েছে। মানুষের জীবন যাত্রার মান বদলে দিয়েছে,জীবনকে আনন্দময় করেছে।স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষার গুনগত মানান্নয়নে আইসিটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।কারিগরি শিক্ষার পাশাপাশি সাধারন শিক্ষার্থীদেরকেও আন্তর্জাতিক মান সম্পন্ন দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে আইসিটি ব্যবহারের বিকল্প নেই । তিনি আরো বলেন শিখন-শিখানো কার্যক্রম তথা নতুন কারিকুলাম বাস্তবায়নে ডিজিটাল কন্টেন্ট মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন পাঠদান কার্যক্রমকে প্রানবন্ত করবে। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষন ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোনায়েম হোসেন,ট্রেইনার ছামিউল ইসলাম শাকিল । প্রশিক্ষন সম্পর্কে বক্তব্য রাখেন ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষক আতিকুর রহমান । শাজাহানপুর উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত ১২টি শিক্ষা প্রতিষ্টান হতে ২০ জন শিক্ষক প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।