admin
- ১৬ জানুয়ারী, ২০২৩ / ১৪১ Time View
Reading Time: < 1 minute
মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে অটোরিক্সা মালিক-শ্রমিকের সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শিবপুর মডেল থানার উদ্যোগে সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে শিবপুর বাসস্ট্যান্ডে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান।প্রধান বক্তা হিসেবে দিক নির্দশনামূলক বক্তব্য রাখেন শিবপুর-মনোহরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মেসবাহ উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর হোসেন মৃধা,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান,শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম প্রমূখ।পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পদক রাজন রায় ও সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি আখিল মৃধার যৌথ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন,পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড.ওমর ফারুক,উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহিদুল শেখ কাউছার,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূঁইয়া,পৌরসভা তাঁতীলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মিঠু,পৌরসভা মৎস্যজীবী লীগের আহ্বায়ক জাকির হোসেনসহ মডেল থানার পুলিশ সদস্যগণ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী,অটোরিক্সা মালিক-শ্রমিক ও সকল শ্রেনীপেশার মানুষ।