রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাহবুব খান,শিবপুর নরসিংদী:
নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাহিদ মিয়া (২০) নামের এক কলেজ ছাত্র খুন হয়েছেন। রোববার (৯ জুলাই) দুপুরে উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত নাহিদ মিয়া উপজেলার তাতারকান্দী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং হরিহরদী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গতবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করেছিল নাহিদ। ওই বিষয়ে আবার পরীক্ষা দিতে ফরম ফিলাপের জন্য সকালে কলেজে যায় সে। কলেজ থেকে আসার পথে এলাকায় কিশোরগ্যাং সদস্য হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তৌকির, শাওন, নাজমুলসহ অন্যান্যরা তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা দেশিয় অস্ত্র (চাপাতি)নিয়ে এলোপাতারি কুপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবিয়ে ফেলে রেখে যায় নাহিদকে।খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় স্বজনেরা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, বিগত তিন মাস আগে খেলাধুলা নিয়ে একটা বিরোধ সৃষ্টি হলে নাহিদ বিষয়টি মীমাংসা করে দেয়। কিন্তু প্রতিপক্ষ এ বিষয়টি মেনে নিতে পাড়ছিল না। সেই ঘটনাকে কেন্দ্র করে নাহিদের পূর্বশত্রুতা ছিল বলে জানান স্বজনেরা। এই জেরে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্তরা এলাকায় কিশোরগ্যাং ও সন্ত্রাস পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায় করে বলে অভিযোগ নিহত নাহিদের পরিবারের।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার এ বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলাধুলা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে নাহিদকে খুন করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।