শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
২৫ সেপ্টেম্বর সোমবার, দুপুর ১২ টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং শিক্ষকেরা বিশাল মিছিল করলেন ও ধরনা মঞ্চ শহীদ মিনার কাছে শেষ করে একটি শোভা করলেন,উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ, অনিরুদ্ধ ভট্টাচার্য, অর্জুন সেনগুপ্ত , যাদের প্রতিবাদে এই ধর্ণা মঞ্চ আজও গর্জে ওঠে এবং সকলকে একত্রিত করে সরকারকে বারবার ধাক্কা দিতে থাকেন, তারা বলেন সরকার বুঝতে পারছে আমাদের জোর কতটা, আমরা ন্যায্য দাবী আদায় করব, দেখব সরকার কতদিন চুপ করে থাকে , আর যতদিন না দাবী মিটবে, আমরা ধরনা মঞ্চ চালিয়ে যাব। এবং ঝরনা মঞ্চ ছেড়ে এক পাও যাব না ,তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে।মিছিলের মধ্য দিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন এবং রাজ্যপালকে ডেপুটেশন দেন, এবং সরকার যদি আমাদের দাবী মেনে না নেন ,তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো। সরকার ভেবেছিল যে সরকারি জায়গার উপরে আমরা ধরনা করতে পারব না, সেটা যখন আমরা সরকারকে বুঝিয়ে দিয়েছি এবং ধর্না মঞ্চ তৈরি করেছি, তো আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো।
মিছিলে শিক্ষকদের সাথে অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকারা পায়ে পা মিলালেন। তাহাদের দাবী যোগ্য অনিয়মিত কর্মচারীদের ক্যাজুয়াল চুক্তিভিত্তিক নিয়মিতকরণ করতে হবে। এ আই সি পি আই অনুযায়ী সকল বকেয়া প্রধান ও সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদে স্বচ্ছ স্থায়ী নিয়োগ করতে হবে। অবিলম্বে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিযুক্ত এন এস কিউ এফ শিক্ষক শিক্ষিকাদের সরকারি, সরকারের আওতায় এনে স্থায়ীকরণ বেতন কাঠামো ও বেতন বৃদ্ধি করতে হবে।পুজোর বোনাস সামাজিক সুরক্ষা দিতে হবে।, শিক্ষিকাদের মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।ছাটাই হওয়া এন এস কিউ এফ শিক্ষক ও lab assistant এর বেতন সহ পুনর্বহাল করতে হবে।ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশন এর অন্তর্গত সরকারি বিদ্যালয়গুলিতে দীর্ঘ চার বছর পাঠ্যপুস্তক থেকে বঞ্চিত কেন ছাত্র ছাত্রীরা তার জবাব দিতে হবে। এই সকল দামি নিয়ে আজ এক বিশাল র্যালির মাধ্যমে রাজ্যপালকে ডেপুটেশন দিলেন,বৃষ্টির মধ্যেও আজকে প্রমাণ করে দিলেন,, সংগ্রামী যৌথ মঞ্চ আমরা পিছুপা হবার নয়।