বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা পুলিশ কর্মকর্তা বিজয়-উৎপলকে ধরলেই মিলবে কাজেম হত্যার উত্তর: দাবি চিকিৎসকদের সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে  বিক্ষোভ ও মানববন্ধন 

সকাল থেকেই শুরু হয়েছে বিদায়ের বাজনা বিশ্বকর্মা ভাসানের পালা

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
প্রতিবছর দেব দেবীরা আসে আবার সকলকে মন ভারাক্রান্ত করে চলে যায়, তবুও পূজা উদ্যোক্তারা সেই দেব দেবীকে প্রতি বছর আনে পূজিত করে এবং দুইদিন আনন্দ করে একসাথে। তার পরে বেজে উঠে বিদায়ের বাজনা, অশ্রু সজল চোখে বিদায় দেওয়ার পালা, কিন্তু ইদানিং বাঙালীরা সমস্ত কিছু মানলেও ,দেখা যায় শনি ও মঙ্গলবারেও দেব-দেবীদের বিদায় দিচ্ছেন।, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বেশ কিছু বিশ্বকর্মা কে বিদায় জানালেন পূজা উদ্যোক্তারা বাবুঘাটের বিভিন্ন প্রান্তে ঘাটে ঘাটে সেই বিদায়ের বাজনা বেজে উঠেছিল।আর সকাল থেকেই বিদায়ের বাজনা আরো বেশি করে বেজে উঠল, কারণ সমস্ত ঠাকুরকেই আজকে বিদায় দিতে হবে, তাই বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে ,যারা সারা বছর কুটির পরিশ্রম করেন আগুনে জলে,। তারা দুদিন দেব দেবীর সাথে আনন্দ করে আজকে সেই দেব দেবীকে নিয়ে বাবুঘাটের দিকে রওনা দেন। এবং অশ্রু সজল চোখে গঙ্গায় বিসর্জন দিয়ে বাড়ি ফিরছেন একে একে আর একটাই কথা আসছে বছর আবার হবে।, ঢাকের বাজনা অন্যান্য বাড়ির বাজনা বাবুঘাট চত্বর উল্লাসে আনন্দে ভরপুর,দুদিন ধরে প্রশাসনের লোকেরা এবং কে এম সি লোকেরা ঘাটে ঘাটে সজাগ দৃষ্টিতে নজর দিচ্ছেন, শুধু তাই নয় কাউকে বেশি দূরে জলে নামতে দিচ্ছেন না ,এমনকি প্রতিমার সাথে দুই থেকে চারজনের বেশি ছাড়ছেন না গঙ্গার ঘাটে, অনেকে ঢুকতে চাইলেও তারা বোঝানোর চেষ্টা করছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন ,সমস্ত পূজা উদ্যোক্তাদের, এবং জাতে গঙ্গার জল নষ্ট না হয় ,পূজা উদ্যোক্তারা গঙ্গাতে অন্য কিছু না ফেলে, তার জন্য গঙ্গার ধারে পূজোর সমস্ত জিনিস রেখে দেয়ার জন্য অনুরোধ করছেন। এমনকি প্রতিমা বিসর্জন করার সাথে সাথে কেএম সি লোকেরা সেই সকল প্রতিমা গঙ্গার ধারে জমা করছেন। এবং প্রেমে করে সরিয়ে ফেলার চেষ্টা করছেন নির্দিষ্ট জায়গায়। বৃষ্টির মধ্যেও ঠিকমতো বিসর্জনের কাজ সম্পন্ন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com