শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

News Headline :
পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার পিলখানা হত্যাকান্ড দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে দিয়েছে-রাকিন আহমেদ পাঁচবিবিতে বিএনপির দুই গ্রুপের প্রতিবাদ সমাবেশ ঘিরে প্রশাসনের ১৪৪ ধারা জারি শেরপুর জেলা আ’ লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন কুমার পাল আটক পাবনায় মানবকল্যাণ ট্রাস্টের ৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার পুনাক ও রাজশাহীর ক্ষদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন পাবনায় সাদ্দামের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় ছুরিকাঘাতে ৩জন আহত একজনের অবস্থা আশংকাজনক সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই আটক দুই কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

সাফল্যের আরোও এক ধাপ এগিয়ে বাঘারচর কলেজ

Reading Time: < 1 minute

জাকিউল ইসলাম,  দেওয়ানগঞ্জ জামালপুর:
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ দুই উপজেলায় ৩য় স্থান অর্জন করে বিশেষ সাফল্য অর্জন করলেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর কলেজ।  উপজেলার সীমান্তবর্তী এলাকা মেঘালয় পর্বতের পাদদেশে প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত বাঘারচর কলেজ। ২০১৫ সালে কলেজটি প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা নানাবিধ সুযোগ সুবিধার মধ্যে দিয়ে বিশেষ অবদান রাখছেন এই কলেজের।  ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় ৬৩%,২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় ৭৬% সফলতা অর্জন করে যৌথভাবে উপজেলায় প্রথম স্থান অধিকার করে, ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় ৮২%,২০২০ সালের এইচএসসি পরীক্ষায় ১০০% এবং ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ৯৩% সফলতা অর্জন করে এবং ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ৭৬.৩২% উত্তির্ন হয়ে দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ দুই উপজেলায় ৩য় স্থান অর্জন করে।  বিগত বছরে এইচএসসি পরীক্ষায় উত্তির্ন ছাত্রদের মধ্যে থেকে ১৫ জন ছাত্র বাংলাদেশ সরকারের পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীতে যোগদান করেন।  ছেলের সাফল্যের কথা জিজ্ঞেস করলে এক অবিভাবক বলেন, আমার ছেলে ভালো রেজাল্ট করেছে তার জন্য মহান আল্লাহর প্রতি ও কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই,আমি খুবই আনন্দিত, আমার ছেলের সাফল্য কামনা করি। বাঘারচর কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন যিনি কলেজটি নিজ অর্থায়নে পরিচালনা করছেন,ছাত্র ছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ,বিনা বেতনে পাঠদান, কলেজে ভর্তি সম্পূর্ণ ফ্রী, বিনা বেতনে কোচিং এবং শিক্ষকদের মাসিক সম্মানীভাতা দিয়ে কলেজকে সাফল্যের উচ্চ স্থানে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন,তাকে এ সাফল্যের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি অনেক আনন্দিত ও গর্বিত যে এরকম একটি অবহেলিত চরাঞ্চল এলাকার একটা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এতো ভালো রেজাল্ট করেছে, আমি এদের সফলতা কামনা করি ও আমার কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই,আমি আমার এলাকার মাননীয় এমপি মহোদয় ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনয়ের সহিত কলেজের প্রতি সুদৃষ্টি কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com