বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

News Headline :
পুলিশ কর্মকর্তা বিজয়-উৎপলকে ধরলেই মিলবে কাজেম হত্যার উত্তর: দাবি চিকিৎসকদের সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে  বিক্ষোভ ও মানববন্ধন  দেশদ্রোহী খুনি হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে দ্রুত নির্বাচন দিতে হবে–আহসান হাবিব লিংকন রংপুরে জমি লিখে না দেয়া মাকে বেধড়ক পেঠালো ছেলে ও ছেলের বউরা শ্রীবরদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ মান্দায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ ১৫ মাস গণরুমে থেকেও বরাদ্দ পাচ্ছেন না শিক্ষার্থীরা; সমালোচনা ঝড় রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিচার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ রংপুরে কাওছার জামান বাবলার বিরুদ্ধে অবৈধভাবে বসতভিটা দখল চেষ্টার অভিযোগ

সিন্ডিকেট রুখতে মধুপুরে স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রয়

সিন্ডিকেট রুখতে মধুপুরে স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রয়

Reading Time: 2 minutes

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুরে সিন্ডিকেট রুখতে স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রয় কেন্দ্রের আয়োজন করা হয়েছে। ১৭১ সদস্য বিশিষ্ট এ সেচ্ছাসেবী ছাত্র সমাজ সংগঠনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জনের পর থেকেই বিভিন্ন সেবা মূলক কাজে অংশ গ্রহন করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্লান্তি লগ্নে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন, বাজার মনিটরিং, বিশৃঙ্খলা ও নৈরাজ্য ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং দেশের বন্যার্থদের পাশে দাঁড়িয়ে ব্যাপক আলোচনায় আসে এ সংগঠনটি।
মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন ব্রীজের উপর স্থাপিত এ সবজি বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রিফাত আনজুম পিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর।
এ সবজি বিক্রয় কেন্দ্রটি চালু হওয়ার পর থেকেই দিনদিন বেড়েই চলেছে ক্রেতাসাধারণের উপচে পড়া ভিড়। বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ ন্যায্য মুল্যে দৈনন্দিন বাজার কিনতে পেরে স্বস্তি খুঁজে পেয়েছে। যতই দিন যাচ্ছে জমে উঠছে সবজি বিক্রয় কেন্দ্র এবং সেই সাথে বৃদ্ধি পাচ্ছে বেচাকেনা। স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের আহবায়ক মেহেদী হাসান শিশির জানান, কাঁচা বাজার ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কাঁচা বাজারসহ দৈনন্দিন খাদ্য পণ্যের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে। যে কারণে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। বাজারের এই অস্থিরতা থেকে সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যেই আমরা সুলভ মুল্যে সবজি বিক্রির এ উদ্যোগ গ্রহন করেছি। প্রতিদিন এই সবজি বিক্রয় কেন্দ্রে আলু, পেঁয়াজ, বেগুন, লাউ,কাঁচামরিচ, ডিম, ডাল, লবন ও তেলসহ আরও বিভিন্ন রকমের টাটকা শাক সবজি এবং আরও অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ন্যায্য মূলে বিক্রি করেন বলে তিনি জানান।
বোয়ালী গ্রামের স্বাধীন আহমেদ জানান, হাট-বাজারের চেয়ে এখানে দাম অনেক কম তাই এখান থেকেই বাজার করে নিলাম। খাদ্যপণ্যের দাম অনেক কম হওয়ার কারণে ক্রেতারা বাজারে না গিয়ে এই সবজি বিক্রয় কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়ছেন। তাদের এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। বাজার মুল্য স্থিতিশীল রাখার জন্য এমন উদ্যোগ আরও বিভিন্ন এলাকায় নেওয়ার পরামর্শ দেন বিশিষ্টজনেরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com