শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

News Headline :
সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই আটক দুই কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত বাজারের আগুন: ত্রিশালের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশছোঁয়া বিপাকে সাধারণ মানুষ কুষ্টিয়া জেলা পুলিশের সতর্ক বার্তা পাবনা র‌্যাবের অভিযানে ৪টি হত্যাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার নওগাঁ সোসাইটির নীতিমালা ভঙ্গ করে প্রতিপক্ষের ঘর দখলের অভিযোগ অপরাধী ও দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন: কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন পাবনায় সংবাদ প্রকাশের জেরে ওসির ইন্ধনে সাংবাদিকের খোজে সন্ত্রাসীরা মতিহারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেল গ্রেফতার

সিরাজগঞ্জে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দাবিতে স্বারকলিপি প্রদান

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর সর্ববৃহৎ জনসম্পৃক্ত ও সূশৃঙ্খল বাহিনী: উপ-মহাপরিচালক মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী। প্রতিটি গ্রাম থেকে শুরু করে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ ও ঝঁকিপূর্ণ স্থানে এই বাহিনীর সদস্যরা নিরাপত্তা প্রদান করে আসছে। রাজশাহী মতিহার থানায় নগর ভিত্তিক ১০ দিন মেয়াদি টিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শন শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী এসব কথা বলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মতিহারের আশার আলো ক্লাস্টারে অনুষ্ঠিত প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানার আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সুজন রানা, মতিহার থানার প্রশিক্ষিকা যোবেদা খাতুন ও রাজপাড়া থানা প্রশিক্ষিকা মোসাঃ কামরুননেসা। শাহ আহমদ ফজলে রাব্বী বলেন, দায়িত্ব পালনের মাধ্যমে এই বাহিনীর সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে প্রায় শতভাগ সদস্য বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। প্রথমে ১০ দিনের গ্রাম/নগর ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে পর্যায়ক্রমে ২১ দিন মেয়াদী অস্ত্র চালনা প্রশিক্ষণ এবং বিভিন্ন আত্মকর্মসংস্থান মূলক প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সারাদেশে নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে হবে। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সকল সদস্যরা দেশের অভ্যন্তরীণ জাতীয় স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা রক্ষা, দুর্গাপূজা , দুর্যোগ মোকাবেলায় দায়িত্ব পালন করে, এ বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করে ভিডিপি/টিডিপি সদস্যরা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে বিশেষ ভূমিকা পালন করে। সিরাজগঞ্জে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দাবিতে স্বারকলিপি প্রদান

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে স্বীকৃতিপ্রাপ্তি চলমান সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের দাবিতে স্বারকলিপি প্রদান করেছে নন- এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক এর মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর এ স্বারকলিপি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নন- এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আবু ছাইম, সিনিয়র সহ-সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক মোঃ আবু তারেক হাবিব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। উক্ত স্বারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারী, এমপিও নন-এমপি শিক্ষা প্রতিষ্ঠান অভিন্ন হওয়া সত্বেও শুধুমাত্র নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ বেতন ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্যের শিকার। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতন বিহীন অবস্থায় রোগে শোকে মৃত্যুবরণ পর্যন্ত করেছেন।এমপিওভুক্ত একটি চলমান প্রক্রিয়া কিন্তু দুঃখের বিষয় বিগত আওয়ামী স্বৈরাচারী সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিলপূর্বক এমপিওভুক্ত করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও অনেক নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি হতে বঞ্চিত করেছেন। প্রতি বছর বাজেটে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের জন্য বরাদ্দ থাকলেও অদৃশ্য কারনে এমপিওভুক্তকরণ বন্ধ রাখা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com