বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
Reading Time: 2 minutes
এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে ধোপার ছেলে গরীব মেধাবী মেহেদী হাসান (১৭) মেডিকেল চান্স পেয়েছে। সে চলতি ২০২৪ সালের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা যুদ্ধে মেধা তালিকায় ২৯৯২তম স্থান অর্জন করেছেন। আগামী ২০ ফেব্রুয়ারীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তির তারিখ নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। ভর্তির টাকা ও ভবিষ্যতে লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বাবা লন্ডী দোকানী
আমজাদ হোসেন ও মা গৃহিনী শিল্পী খাতুন। অর্থের অভাবে মেডিকেলে ভর্তি হতে পারছেন না মেহেদী হাসান শিরোনামে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে, সিরাজগঞ্জ ২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী গরীব মেধাবী ছাত্র মেহেদী হাসানের ভর্তিসহ তার ভবিষ্যতে লেখাপড়ার সকল দায়ভার গ্রহন করবেন বলে আশ্বস্ত করেছেন মেহেদীর পরিবারকে। বাবা লন্ডি দোকানী ও মা গৃহিনী। বাবার বড় ছেলে হওয়ায় পড়াশোনার পাশাপাশি বাবাকে লন্ডির দোকানে সহযোগিতা করতো মেহেদী। অভাব অনটনের সংসারে থেকেও ২০২১ সালে জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে গোন্ডেন এ প্লাস ও ২০২৩ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসিতে গোন্ডেল এ প্লাস পায়। গরীব বাবা মার স্বপ্ন ছেলে লেখাপড়া করে ভবিষ্যতে একজন সুনামধন্য বড় ডাক্তার হয়ে সংসারের অভাব ঘুচাবে এবং দেশের সেবা করবে। বুধবার (১৪ফেব্রুয়ারী) বেলা ১১টায় কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের চরকুড়া গ্রামে মেহেদী হাসান এর বাড়িতে কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ গিয়ে মেহেদী হাসানের বাবা আমজাদ হোসেন ও মা শিল্পী খাতুনকে আশ্বস্ত করে বলেন, মেহেদীর ভর্তির বিষয়ে বর্তমান সাংসদ ড. জান্নাত আরা হেনরী দায়িত্ব গ্রহন করেছেন। অর্থের অভাবে লেখাপড়া হবে না, এটা হতে পারে না। মেহেদীর পাশে ড. জান্নাত আরা হেনরী রয়েছেন। পরে ভিডিও কলের মাধ্যমে ড. জান্নাত আরা হেনরী মেধাবী ছাত্র মেহেদী, মেহেদীর বাবা ও মার সাথে কথা বলেন। ভিডিও কলে ড. জান্নাত আরা হেনরী মেহেদীর পরিবারকে বলেন, চিন্তার কোন কারন নেই। লেখাপড়া চালিয়ে যান। আমি মেহেদীর পাশে আছি। মেহেদীকে মনযোগ দিয়ে পড়া শোনা করতে বলেন, আমি আপনাদের পাশে আছি। এসময়
সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরীর পিএস বিপ্লব হোসেনসহ কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মেহেদীর দাদা মল্লিক চাঁদ, ভাই ইমরান হাসানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।