বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি:
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে ২৪ লক্ষ টাকার হেরোইনসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক। গত ২৫/১২/২০২২ ইং তারিখ রাত ৭.১০ ঘটিকায় মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এর নেতৃত্বে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন রেলওয়ে ষ্টেশনের মেইন গেইটের সামনে রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩৯ (দুইশত উনচল্লিশ) গ্রাম হেরোইনসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ সাইফুল ইসলাম(৩৪), পিতা-মৃত আঃ রহিম, সাং-চরবয়ারমারী আমিনপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।