রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

সিরাজগঞ্জে সাবেক দুই এমপি সচিবসহ ৯শ জনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের

Reading Time: 2 minutes

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী হত্যার ঘটনায় সাবেক দুই সংসদ সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদসচিবসহ দলের জ্ঞাত-অজ্ঞাত ৯ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার(২২ আগস্ট) রাতে নিহতদের স্বজনরা বাদী হয়ে সদর থানায় মামলাগুলো দায়ের করেন। সরকার পতনের আগের দিন ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে বিএনপি, জামায়াত ও ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পৃথক সংঘর্ষে এই তিনজন নিহত হয়। নিহতদের মধ্যে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান খান রঞ্জুর স্ত্রী শহরের মাছুমপুর মহল্লার মৌসুমী খাতুন বাদী হয়ে ১৫০ জনের বিরুদ্ধে, গয়লা মহল্লার নিহত ছাত্রদল নেতা সুমনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে ১৫৪ জনের বিরুদ্ধে এবং একই মহল্লার যুবদলকর্মী নিহত আব্দুল লতিফের বোন সালেহা খাতুন বাদী হয়ে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।প্রতিটি মামলায় ১০০ থেকে ১৫০ জন করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। প্রতিটি মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, সদ্য সাবেক এমপি ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার অপু, জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।
এ ছাড়া সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান, সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল ও স্বাচিব সিরাজগঞ্জ শাখার সভাপতি ডা. জহুরুল হক রাজাকে আসামি করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা আসামির তালিকায় রয়েছেন। সদর থানার ওসি হুমায়ুন কবিরজানান,৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে ছাত্র ও যুবদলের তিন নেতাকর্মীকে গুলি করে, পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় আলাদা তিনটি মামলা করেছেন। এসব মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com