বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ২২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় অদ্য ১৩ জানুয়ারি ২০২৩ তারিখ ভোর ০৪:৫০ ঘটিকার সময় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোল চত্তরের পার্শ্বে ঢাকা হইতে সিরাজগঞ্জগামী ০১টি নাভিলা স্পেশাল পরিবহনে যাত্রীবাহী বাসে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ কেজি ৯০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত আসামীঃ আব্দুল কাদের(৩০), পিতা-মোঃ মফিজুল ইসলাম, সাং-টেরা জঙ্গলপুর, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলাসহ নিকটবর্তী বিভিন্ন জেলা এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
স্বাক্ষরিত-মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স মেজর র্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ।