মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
দেশ বাঁচাও-মানুষ বাঁচাও স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করেছে সিরাজগঞ্জ শহর বিএনপি। রোববার (১৮ ফেব্রুয়ারী) সকালে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র নেতৃত্বে সদর হাসপাতাল রোড,স্টেডিয়াম রোড,গোশালা রোড এলাকায় লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কালে জনগণের উদ্দেশ্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দ্রব্যের সীমাহীন মূল্য বৃদ্ধির কারণে কোটি কোটি মানুষ নিঃস্ব, ক্ষুধার্ত ও ঋণগ্রস্ত হয়ে পড়েছে।অবৈধ সরকারের অপশাসন, দুর্নীতি ও লুটপাটের কারনে দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত এবং দেশ ও দেশের মানুষের ভবিষ্যত অন্ধকার হয়ে পড়েছে। তাই এই অবৈধ সরকারের অবসান ঘটিয়ে তাদের দুর্নীতি, অত্যাচার ও লুটপাট থেকে দেশকে মুক্ত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজাদ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্টসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।