বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রেজোয়ান আহমেদের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, উপজেলা স্যানিটারি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমূখ। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা ইলিয়াস মিয়া জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৬১টি কেন্দ্রে একযোগে ২০ ফেব্রæয়ারি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। এতে ১ হতে ৫ মাস বয়সের শিশু ৬৯ হাজার এবং ৬ মাস হতে ১ বছরের শিশু ৭ হাজার ৫০০ জনকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে।