মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
হাবিবুর রহমান, ঈশ্বরদী পাবনা:
সৌদিতে কর্মরত অবস্থায় আনোয়ার হোসেন আংগুর (৩৭) নামের এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ১৫ অক্টোবর (শনিবার) বাংলাদেশ সময় ৪.০০ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত ব্যক্তি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের সাইদার রহমানের ছেলে। সে সৌদি আরবে রিয়াদ – আল খারিজে কাজ করতেন। আংগুরের পিতা সাইদার রহমান জানান, আমার ছেলে দীর্ঘ ১০-১১ বছর সৌদিতে চাকুরী করেন। সে গত এক বছর আগে ছুটিতে বাড়ীতে এসেছিল। তিনি আরও জানান, এক মাস বয়সী তার দুই জমজ সন্তান (দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে) ও দশ বছরের এক ছেলে রয়েছে। সৌদিতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মৃত ব্যক্তির লাশ দেশে পাঠানো হবে।