বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা:
স্কয়ার ফার্মার সৌজন্যে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে খোলা হয়েছে চর্ম ও যৌন রোগ বিষয়ক একটি ইউনিট। দুপুরে হাসপাতাল চত্বরে প্রধান অতিথি হিসেবে এ ইউনিটের উদ্বোধন করেন সোরিয়াসিস এ্যওয়ারনেস ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো সামিউল হক। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের যৌন ও চর্মরোগ বিভাগের প্রফেসর ডা. মনির রশিদ খান, সহযোগী অধ্যাপক আবু হেনা চৌধুরী, পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ওবায়দুল্লাহ ইবনে আলী, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর, পাবনা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক আখতারুল আলম আজাদ, জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালেন্ট ডা. ইফতেখার রহমান, জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. রকিবুল করিম, জেনারেল হাসপাতালের ডারমাটলজিস্ট ডা. মনিরুজ্জামান, স্কয়ার ডিভিশনাল সেলস ম্যানেজার নাসির উদ্দিন, স্কয়ার রিজনাল সেলস ম্যানেজার বেলাল হোসেন, স্কয়ার টেরিটরি ম্যানেজার মনিরুল ইসলাম সহ স্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা।এ ইউনিটটি চালুর ফলে রোগীদের মধ্যে সোরিয়াসিস, চর্ম ও যৌন বিষয়ক সচেতনতা বৃদ্ধি পাবে বলে জানান চিকিৎসকরা।