সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
অভিনব কায়দায় স্যান্ডেলের ভেতর ঢুকিয়ে ২০লাখ টাকার হেরোইন পাচারকালে মোঃ সোহেল রানা (২৯), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রবিবার (১৭ ডিসেম্বর) রাত ৭টায় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন আঁচুয়া তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্যান্ডেলের ভেতর থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার মোঃ সোহেল রানা, সে রাজশাহীর গোদাগাড়ী থানার মহিষালবাড়ী (সাগরপাড়া) এলাকার মোঃ এনামুল হকের ছেলে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত মাদক কারবারী অবৈধ হেরোইন পাশর্^বর্তী দেশ ভারত থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নওগার জেলার দিকে যাচ্ছিল বলে স্বিকার করে। এ ব্যপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র্যাব।