শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা থেকে :
পূর্ব মেদিনীপুরের হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে পথচারীদের সেভ লাইফ ও সেফ ড্রাইভের পক্ষ থেকে চলছে সচেতনতা সারা পশ্চিমবঙ্গ জুড়ে,,,..। ট্রাফিক অফিসারের পক্ষ থেকে বিভিন্নভাবে বাইক চালকদের সচেতনতা করতে এই উদ্যোগ নিলেন, হেলমেট পড়ে বাইক চালানোর জন্য বারে বারে প্রচার চলছে ,আজ এক অভিনব কায়দায় হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে সচেতনতার প্রচার করলেন হলদিয়া ট্রাফিক পুলিশ অফিসারগণ। পথ চলতি মানুষ ও সিভিক ভলেন্টিয়ার দের সঙ্গে নিয়ে সচেতনতার বার্তা দিল হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে, হেলমেট বিহীন বাইক আরোহীদের ধরপাকড় করে তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হল, শুধু তাই নয় তাদেরকে একটি করে গোলাপ ফুল উপহার তুলে দিলেন। প্রথমটা লজ্জায় পড়লেও হাসিমুখে তা গ্রহণ করে বাইক আরোহীরা। এই দৃশ্য দেখে হতবাক বাইক আরোহী থেকে পথ চলতি মানুষজন, এর সাথে হলদিয়ার ট্রাফিক অফিসার বলেন এই ভাবি ওয়ার্নিং দেয়া হলো, এরপরে বড় বড় আইনি ব্যবস্থা নেয়া হবে। এখন ওই সাবধান হোন এবং নিয়ম মেনে গাড়ি চালান। হলদিয়া মোড়ে বাইক আরোহীদের ধরতে অভিনব উদ্যোগ নিলেন হলদিয়া ট্রাফিক অফিসার সুরজিৎ চক্রবর্তী, রানা ব্যানার্জি। হলদিয়া এসবিপিও রাহুল পান্ডের নেতৃত্বে এমনই উদ্যোগ নেয়া হলো বলে জানান। , আজ বেশ কয়েকজনকে এইভাবে মালা পরিয়ে ও গোলাপ দিয়ে সচেতনতা করলেন।