শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা থেকে :
হাওড়ার ডোমজুড় এর বাসিন্দা মহিলা, শেখ তাজা মা ,বয়স ৫৫ বছর, প্রায় এক বছর ধরে ভুগছিল পেটের সমস্যা যন্ত্রণা নিয়ে এবং তার সাথে সাথে বমি করছিলেন অনবরত এক বছর ধরে। একটার পর একটা নার্সিংহোম ঘুরে, আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় ,চিকিৎসা করতে গেলে দু লক্ষ টাকার দরকার তাহা জোগাড় করতে পারেননি সেই অর্থ। চিন্তায় পড়ে যান ওই দম্পতি ,পরে এসএসকেএম হসপিটালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সিরাজ আহমেদের সাথে যোগাযোগ করে, স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে কিছু করার জন্য। ডক্টর দেখার পর , ডিসিশন ম্যান এবং নিখরচায় ঐ টিউমার অপারেশন করা হয়, যার ওজন সাড়ে 15 কেজি, হাওড়ার এক বেসরকারি হাসপাতালে এখনো তিনি চিকিৎসাধীন এবং সুস্থ আছেন বলে জানা যায়।