গৌরব ঐতিহ্যে ও গণমাধ্যম কর্মীদের ঐক্যর সেতুবন্ধন প্রেসক্লাব৷ দিনাজপুরের হাকিমপুর হিলিতে নানা আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও নৈশভোজের মধ্যে দিয়ে হাকিমপুর প্রেসক্লাবের গৌরব ও ঐতিহ্যের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত আটটায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় এবং পরে নৈশভোজের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ- আলম। আরও বক্তব্য রাখেন, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শরিফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আবু সায়েম মিয়া, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু প্রমুখ। এসময় হাকিমপুর হিলি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা হাকিমপুর প্রেসক্লাবের গৌরব ঐতিহ্যে ও সেতুবন্ধন এর বিভিন্ন স্মৃতিচারণে মুগ্ধ হোন এবং গণমাধ্যম কর্মীদের ঐক্যর বন্ধন অটুট থাকুক এই দোয়া কামনা করেন। সেই সাথে পুরাতন প্রেসক্লাব কার্যালয় ভেঙে নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান অতিথি ও অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বৃন্দ।