admin
- ২ জানুয়ারী, ২০২৩ / ১৯৭ Time View
Reading Time: < 1 minute
সাইফুল ইসলাম, হিলি:
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বে সমাজ সেবায়” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,পারুল নাহার,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। আলোচনা সভা শেষে ৪ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান করা হয়।