admin
- ৩১ জানুয়ারী, ২০২৩ / ১৫৫ Time View
Reading Time: < 1 minute
সাইফুল ইসলাম, হিলি দিনাজপুর:
দিনাজপুরের হিলিতে চোখে কম দেখতে পাওয়া ও বিভিন্ন সমস্যার (৮-১৮) বছরের শিশু কিশোরদের জন্য দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি চুক্ষ হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, পারুল নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মইনুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। সমাজসেবার মাধ্যমে বাছাইকৃত উপজেলার বিভিন্ন এলাকার ৮ থেকে ১৯ বছর বয়সি চোখে কম দেখতে পাওয়া ও বিভিন্ন সমস্যা নিয়ে ভূগতেছে এমন শিশু কিশোরদের চোখ পরিক্ষা নীরিক্ষাসহ সুপরামর্শ দেওয়া হয়। চোখে কম দেখতে পাওয়া শিশুদের মাঝে কাছে ও দুরে দেখার জন্য ডিভাইস প্রদান করা হয়। দিনব্যাপী এই ফ্রি চক্ষু শিবিরে ২শজন শিশু কিশোরদের চোখ পরিক্ষা নীরিক্ষা করা হয়। গাওসুল আযম বিএনএসবি চুক্ষ হাসপাতালের অপটোমেটিকস জুয়েল ইসলামের নেতৃত্বে একটি চিকিৎসক দল তাদের এই সেবা প্রদান করেন।