শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

News Headline :
বদলগাছীতে বিনামূল্যে বই বিতরণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন অর রশিদ গ্রেফতার! এবার চতুর্থ ধাপে সারদায় প্রশিক্ষণরত ৮ এসআইকে অব্যাহতি রাবির প্রশাসনিক ভবনে তালা ঝুলালো শিক্ষার্থীরা, দাবি না মানা পর্যন্ত তালা ঝুলবে! পাবনায় তারণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বদলগাছীতে পিক-আপ- ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত-১ রাজশাহী মহানগরীতে ৮ জুয়াড়ি আটক রাজশাহী নারী চিকিৎসক আপহরণ বাবাকে ফেলে গেল সিরাজগঞ্জে গাইবান্ধায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার ২শ টাকা জরিমানা র‌্যাবের অভিযানে আটঘরিয়ার তমা হত্যা মামলার প্রধান আসামী আদম আলী গ্রেফতার

চাঁদের বুকে ল্যান্ডার বিক্রম ১০ দিন কাজ শেষ করে স্থির হয়ে গেল, অপেক্ষার প্রহর গুনছেন ইসরোর বিজ্ঞানীরা

Reading Time: 2 minutes

দৈনিক সারাবাংলা ডেস্ক:
চাঁদ্রায়ান-৩ (Chandrayaan-3) ভারতীয় চন্দ্র গবেষণা মিশনের একটি অংশীদার মিশন, যা চন্দ্র গ্রহের সাথে সাক্ষরভাবে সংঘটিত হয়েছে।এটি ভারতের সংস্থা (ISRO) দ্বারা পরিচালিত একটি চন্দ্রযান মিশনের একটি আগামী মোবাইল প্রকল্প ।চাঁদ্রায়ান-৩ মূলত একটি স্থির ল্যান্ডার মিশন , যেটি চন্দ্রগ্রহে নির্দিষ্ট স্থানে ল্যান্ড করতে সক্ষম হয়েছে। এই মিশনের মুখ্য উদ্দেশ্য ছিল চন্দ্রগ্রহে বৃহত্তর শখ অংশের গবেষণা করা, পৃথিবীর চাঁদে বাঁকাবাঁকি অংশে নতুন বিজ্ঞানী তথ্য সংগ্রহ করা, এবং নতুন তথ্য অধ্যায়ন করা।চাঁদে ১৪ দিনের কাজ নিয়ে গিয়েছিল চন্দ্রযান-৩। কিন্তু সময়ের আগেই কাজ শেষ হয়ে গিয়েছে। ইসরোর রোভার প্রজ্ঞান তাই বিশ্রাম নিচ্ছে।বিজ্ঞানীরা রোভারটিকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। সময়মতো তাকে সজাগ করা যাবে কি না,সেটাই এখন রহস্য।শনিবার রাতে ইসরো একটি টুইট করে জানিয়েছে,প্রজ্ঞান রোভার তার কাজ সম্পন্ন করেছে। যে কাজের দায়িত্ব দিয়ে তাকে চাঁদে পাঠানো হয়েছিল, তা শেষ হয়ে গিয়েছে। এ বার একটি নিরাপদ স্থানে রোভারটিকে পাঠিয়ে ‘sleep mood’ চালু করে দিয়েছেন বিজ্ঞানীরা।অর্থাৎ,নিরাপদ স্থানে গুটিসুটি মেরে ‘ঘুমোচ্ছে’ প্রজ্ঞান।বাকিরা ঘুমিয়ে পড়লে শুরু হবে তার কাজ, চাঁদে রাত নামার অপেক্ষায় ইসরোর ‘ব্রহ্মাস্ত্র’।‘সূর্য’ বিষয়ে খুঁটিনাটি জানতে মহাকাশে পাড়ি দিয়েছে আদিত্য এল-১।ইসরো আরও জানিয়েছে, রোভারের সঙ্গে যে এপিএক্সএস এবং এলআইবিএস পেলোড ছিল, সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এই পেলোড থেকে সংগৃহীত যাবতীয় তথ্য ল্যান্ডার বিক্রমের মাধ্যমে পৃথিবীতে পাঠানো হচ্ছে।প্রজ্ঞানের ব্যাটারিতে বর্তমানে সম্পূর্ণ চার্জ রয়েছে। ইসরো জানিয়েছে, তার সোলার প্যানেলটি এমন ভাবে স্থাপন করা হয়েছে, যাতে এর পর চাঁদে সূর্য উঠলে প্যানেলে আলো পড়ে। চাঁদে আবার আগামী ২২ সেপ্টেম্বর সূর্য উঠবে বলে মনে করা হচ্ছে। পৃথিবীর রিসিভার বা তথ্য গ্রহণকারী যন্ত্রটিকেও চালু রেখেছেন বিজ্ঞানীরা।চাঁদে আবার সূর্য ওঠার জন্য দিনের অপেক্ষা করছে ইসরো।বিজ্ঞানীরা আশাবাদী,প্রজ্ঞানকে আবার সফল ভাবে জাগিয়ে তোলা যাবে । ২০ দিন পর রোভার জেগে উঠলে আরও একগুচ্ছ নতুন কাজ তাকে দিয়ে করিয়ে নেওয়া যাবে।প্রজ্ঞানকে আর জাগানো না গেলে কী হতে পারে?ইসরো জানিয়েছে, সে ক্ষেত্রে রোভারটি চাঁদেই থেকে যাবে। চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে ভারতের দূত হিসাবে আজীবন ইসরোর সাফল্যের সাক্ষ্য হয়ে থাকবে প্রজ্ঞান।গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে অবতরণ করে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। তার কয়েক ঘণ্টার মধ্যে বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান। ছ’চাকা বিশিষ্ট এই ছোট যন্ত্রটি ১০ দিন ধরে চাঁদে ঘুরে ঘুরে অনুসন্ধান চালিয়েছে। সেখানকার মাটির কম্পন পরিমাপ করেছে। পেয়েছে সালফার-সহ বিভিন্ন খনিজের সন্ধান। শনিবারই ইসরো জানায়, চাঁদে ১০০ মিটারের বেশি পথ প্রজ্ঞান অতিক্রম করে ফেলেছে। এ বার তার কাজও শেষ হল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com