শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রী’র নির্দেশে জারা মাহবুবের উদ্দ্যোগে শিবগঞ্জ উপজেলায় ছয় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

Reading Time: 2 minutes

পারভেজ মামুন,চাঁপাইনবাবগঞ্জ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে দুই হাজার বৃক্ষরোপণ করবেন, জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবীন মাহবুব। শনিবার (১১জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ) এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। জেলা আওয়ামী লীগের সদস্য ছাড়াও তিনি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই-এর সভাপতি।
সোমবার শিবগঞ্জ উপজেলার হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়, দাদনচক হেমায়ত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যায়লে কর্মসূচির আওতায় গাছের চারা রোপন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পতিত জায়গায় আগামী ৬ মাসে দুই হাজার বৃক্ষরোপণ করা হবে।
জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবীন মাহবুব জানান, পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশের বিপর্যয় থেকে দেশবাসীকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেছেন, যার যেখানে যতটুকু জায়গা পান, গাছ লাগান। তিনটা করে গাছ লাগাতে পারলে সবচেয়ে ভালো হয়। আর সেটা যদি না পারেন, অন্তত একটা করে পারলেও লাগাবেন। আমরা চাই, একটা ফলদ, একটা বনজ, একটা ভেষজ—এই তিন ধরনের গাছ লাগাবেন।
প্রধানমন্ত্রী বলেছেন, পরিবেশ রক্ষা, নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে সব দিক থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী, সেটা হলো, ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করা। গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পতিত জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি।
উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ করছে জারা জাবীন মাহবুবের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই। গতবছরের জুন মাস থেকে কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত হেল্প চাঁপাই-এর পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে প্রায় ৩০ লাখ টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে।
এছাড়াও করোনাকালীন সময়ে প্রায় ৭ হাজার মাস্ক বিতরণ, শিবগঞ্জ উপজেলায় প্রায় ১৯ হাজার জন মানুষকে প্রভাবিত করে ৪টি ইউনিয়ন জুড়ে ৩ মাসব্যাপী ক্যাম্পের মাধ্যমে আইভারমেকটিন বিতরণ, পাঁকা ইউনিয়নে বন্যা দুর্গত ৩৫০টি পরিবারকে ৭ দিনের খাবার বিতরন করা হয়েছে৷ কোন আনুষ্ঠানিকতা ছাড়াই শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বাড়িতে গিয়ে প্রায় ১২০০ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ, হুইলচেয়ার প্রদান, সুবিধা বঞ্চিত ও ক্রয় ক্ষমতাহীন পরিবারদের মাঝে খাবার বিতরণ করেছে হেল্প চাঁপাই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com