1. admin@dailysarabangla24.com : admin :
  2. emon@frilix.com : dev :
  3. server@frilix.com : Frilix Group : Frilix Group
শিরোনাম :
শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন রাজশাহীতে কোরবানিযোগ্য পশু সাড়ে ৪ লাখের বেশি দাম চড়া হবে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দুই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী পাবনার সুজানগরে আনারস প্রার্থীর ভোট না করায় মোটরসাইকেল সমর্থকদের বাড়িতে হামলা ও ভাংচুর লুটপাট পাবনা গণপূর্ত অধিদপ্তর কয়েককোটি টাকার বিনিময়ে ২য় দরদাতা বালিশকান্ডের হোতাকে কাজ দেওয়ার অভিযোগ র‌্যাব কুষ্টিয়া ক্যাম্প এর অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার গাজীপুরে তিন উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন পবায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনায় অগ্রনী ব্যাংক কাশিনাথপুর শাখার ভোল্ট থেকে ১০কোটি টাকা লোপাট আটক ৩ জড়িত উর্দ্ধতন কর্তৃপক্ষ পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনার ভাঙনে আতঙ্কে শতাধিক পরিবার

  • Update Time : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
Reading Time: < 1 minute

শেখ মো. ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীর ভাঙনে আতঙ্কে শতাধিক পরিবার। উপজেলার পানিশ্বর ইউনিয়নের পালপাড়া, সাখাইতি ও লায়ারহাটি এলাকার ২ কিলোমিটার এলাকাজুড়ে মেঘনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। সরজমিনে নদী ভাঙন এলাকা ঘুরে দেখা যায়, পানিশ্বর ইউনিয়নের মেঘনা নদীর ভাঙনে ঘরবাড়ি, মসজিদ ও চাতালকলসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙনে শত শত পরিবার আতংকে দিনযাপন করছেন। এ ব্যাপারে পানিশ্বর শাখাইতি এলাকার হাজী ছমির বাড়ির কুতুব উদ্দিন ভূঁইয়া বলেন, নদী ভাঙনের কবলে অত্র এলাকার ২০ থেকে ২৫ টি চাতাল মিল নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একেকটি চাতাল মিলে কয়ে ‘শ শ্রমিক কাজ করতো। এখন তারা কর্মহীন হয়ে মানবেতর জীপন-যাপন করছেন। শাখাইতি গ্রামের ওসমান গণি বলেন, আমি বাল্যকাল থেকে দেখেছি আমাদের বাড়ির ৩’শ মিটার পশ্চিমে মেঘনা নদী ছিল। সময়ের আবর্তে এই ৩’শ মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আতংকে আছি। দ্রæত এখানে প্রতিরক্ষা বেড়ি বাঁধ না দিলে যে কোনো সময় আমাদের বাড়ি-ঘর ও নদী গর্ভে বিলীন হয়ে যাবে। পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম বলেন, গত ৪-৫ বছর ধরে মেঘনা নদীর ধারাবাহিক ভাঙনে ২৫টি চাতাল মিলের ৬০ ভাগ নদীতে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনের ফলে ভিটি-বাড়ি হারিয়ে এখানকার অগণিত পরিবার রাস্তায় মানবেতর জীবন-যাপন করছেন। পালপাড়া এলাকা থেকে ২ কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, নদী ভাঙন ঠেকাতে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা না হলে এক সময় পুরো পানিশ্বর এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। মেঘনা নদীর এই ভাঙন ঠেকাতে স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ করার জন্য পানিশ্বর এলাকাবাসী দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category