শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে আ’লীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ৯ নওগাঁর ১নং ভাঁরশো ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ আহত ২ রাজশাহীর পুঠিয়ায় ইটের মাপ কমিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাবনায় বালুবাহি ট্রলি চাঁপায় পুলিশ সদস্য নিহত ১জন আহত আটক ২জন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’র নতুন কমিটি গঠন রাজশাহীতে ভরা মৌসুমে সারের তীব্র সংকট! আলু বীজ রোপণ করতে পারছেন না চাষিরা! দৈনিক আজকালের খবর পত্রিকা’র সাংবাদিক না ফেরার দেশে চলে গেলেন আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা চেক বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

অসহায় অবস্থায় দির্ঘ ১৪দিন গৃহবন্ধী ৬০-৭০ পরিবার

Reading Time: 2 minutes

মোঃ শহিদুল ইসলাম,খুলনা :
খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর গোলাম রোডে পানি নিষ্কাশনের খালের কাদামাটি ইটের সোলিং উপর রাখায় জনদূর্ভোগে রয়েছে প্রায় ৬০-৭০টি পরিবার। এলাকাবাসির দাবি জরুরী ভিত্তিতে গোলাম রোডের রাস্তা উপরে রাখা খাল খননের কাঁদা মাটি দ্রুত আপসারন করা হোক। ভুক্তভোগীরা জানান গত (১,২,৩ইআগষ্ট,২১)থেকে নরনিয়া শোলাকুড় ও হাতিপোতা ডাঙ্গির বিলের জলাবদ্ধ সৃষ্ট পানি নিষ্কাশনের জন্য এলাকার কৃষকসহ আপামর জনতা সেচ্ছায় খাল পুনঃ খননের উদ্যোগ নেয় এবং তারই ধারাবাহিকতায় ১লা আগস্ট থেকে ভেকু মেশিন দিয়ে উক্ত খালটি পুনুঃ খনন করে। খাল খননের পচা মাটি রাস্তার উপরে রাখার কারণে জনদূর্ভোগ পড়েছে গোলাম রোডের ৬০- ৭০ টি পরিবারসহ স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা। ১৩ দিন আগে খালের পচা কাঁদা মাটি কেটে গোলাম রোডের উপরে রাখা হয়। গোলাম রোডের সাথে আছে মালিহা পাবলিক স্কুল, মডেল মহিলা কলেজের ছাত্র ছাত্রী-সহ প্রতিদিন হাজার হাজার জনসাধার চলাচল করে। ঘটনা সত্যতা দেখতে ১১ই আগস্ট বিকাল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ ঘটনাস্হল পরিদর্শন করেন। এসময় উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোসাদ্দেক হোসেন,আটলিয়া ইউপি চেয়ারম্যান এ্যড প্রতাপ কুমার রায়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন পানি নিষ্কাশনের খালটি দখল করে রেখেছে এলাকার কিছু প্রভাবশালীরা দেখা যায় পানি নিষ্কাশনের খালের উপর দখলে নিয়ে পাকা ঘরসহ বহুতল ভবন নির্মান করে দির্য়দিন ভোগ দখল করে আসছে। যে কারণে অত্র এলাকার পানি নিষ্কাশনের একমাত্র খালটি উদ্ধার পূর্বক উপজেলা সার্ভায়ার দ্বারা সীমানা নির্ধারণ করে অবৈধ স্হপনা উচ্ছেদ করা হবে। তিনি এসময় স্থানিয় ইউপি চেয়ারম্যান কে নির্দেশ দেন চুকনগর গোলাম রোডে খাল খননের কাঁদামাটি দ্রুত অপসারণ করে জনসাধারণের যাতায়াতে উপযোগী করতে। এ ব্যাপারে স্হানীয় চেয়ারম্যান এ্যড প্রতাপ কুমার রায় বলেন কাঁদামাটি নরম থাকায় দ্রূত অপসারণ করা সম্ভব হচ্ছে না তবে দ্রুত অপসারণ করা হবে। খুলনা জেলা আওয়ামীলীগ এর সহ- সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম,চুকনগর বাজার পরিচালনা কমিটির সভাপতি প্রহ্লাদ ব্রহ্ম,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এ বি এম শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান গোলাম রোড থেকে পচা কাঁদামাটি অপসারণ করতে যত দ্রুতসম্ভব কাঁদামাটি অপসারণ করে গোলাম রোডের চলাচলে উপযোগী হয় সে ব্যাবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com