বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

News Headline :
হোসেনপুরে বৃদ্ধি পাচ্ছে বিবাহ বিচ্ছেদ ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌড়ালেন শ্যামনগরের ইউএনও রণী খাতুন পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় ৩ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা এবার রাজশাহীর বাগানগুলোতে ফুটছে আগাম আমের মুকুল সাংবাদিক কল্যাণ তহবিলের বাৎসরিক ফ্যামিলি ডে পালিত জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! ২০ হাজার টাকা দেওয়ায় হয়রানীর অভিযোগ গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে রাবি ক্যাম্পাসে মাথায় ব্যাডের আঘাতে রাজশাহী কলেজে শিক্ষার্থীর মৃত্যু! ভোলাহাটে জরিমানা করা সত্বেও ফের মাটিকাটার কাজ অব্যাহত!! রাজশাহীর পবায় ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত বদলগাছীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

আটঘরিয়ায় জহুরা ফাউন্ডেশনের ৮৩ জন নারী-পুরুষের মধ্যে লেপ বিতরণ

আটঘরিয়ায় জহুরা ফাউন্ডেশনের ৮৩ জন নারী-পুরুষের মধ্যে লেপ বিতরণ

Reading Time: < 1 minute

আরিফ আহমেদ সিদ্দিকী,পাবনা:
পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরি গ্রামে প্রতিষ্ঠিত জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে ৮৩ জন অসহায়, দুস্থ, বৃদ্ধ ও বিধবা নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার দড়িনাজিরপুর মরহুম আব্দুল হক মাস্টারের বাড়ীর উপর এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জহুরা ফাউন্ডেশনের সভাপতি, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ডা. রেজাউল হাসানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক, সাবেক উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমেরিকা প্রবাসী, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সায়লা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল হাশেম, আটঘরিয়া উপজেলা সমাজসেবা অফিসার ইসমত জেরিন, গ্রামীণ ব্যাংকের সাবেক জোনাল ম্যানেজার আকরাম হোসেন, ফাউন্ডেশনের জীবন সদস্য আতাউর রহমান রেজা। অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক, গ্রাম প্রধান, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, গোড়রী, দড়িনাজিরপুর, উত্তরচক. তারাপাশা, মতিঝিলসহ আশপাশের গ্রামের বাছাইকৃত ৮৩ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে এই লেপ বিতরণ করা হয়। জহুরা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আজিজুর রহমান জানান, এই ফাউন্ডেশন ২০২০ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, শীতবস্ত্র বিতরণ, বিধবা, স্বামী পরিত্যাক্ত ও দুস্থদের আর্থিক সহায়তা, অসহায়দের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, দরিদ্র ছেলেমেয়েদের বিবাহে আর্থিক সহায়তা, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন, ইফতার সামগ্রী বিতরণ, দূর্যোগকালীন সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বস্ত্র বিতরণ, কোরবানী গোস্ত বিতরণসহ সামাজিক নানা কর্মকান্ডের সাথে জড়িয়ে আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com