বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সুজানগর, পাবনা:
পাবনার সুজানগরে আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের কাজের উদ্বোধন করেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।শনিবার দুপুরে পাবনার সুজানগরে আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আবুল কাশেম মাস্টারের কনিষ্ঠতম পুত্র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাকিব হাসান,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোহাম্মদীয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এবং আবুল কাশেম মাস্টারের জেষ্ঠপুত্র একিউএম শামসুজ্জোহা,উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন প্রমুখ।