রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আরএমপি’র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) বিকেলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্য্য ও শান্তিপূর্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়িতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশেরে পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাই বাংলাদেশের মূল শক্তি। আমরা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করি। রাজশাহী মহানগরী সম্প্রীতির শহর, শান্তির শহর। এখানে পূর্বে কোন দিন সম্প্রীতি বিনষ্ট হয়নি, আগামীতেও হবে না। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাম্প্রদায়িকতার স্থান এদেশের মাটিতে হবে না।
তিনি আরো বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্য্য ও শান্তিপূর্ন পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করা-সহ নগরীর আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালণ করবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: ফারুক হোসেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট)) মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ তৌহিদুল আরিফ-সহ আরএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান কালু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ মেহেদী হাসান শ্যামল, রাজশাহী মহানগর হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সেক্রেটারী শ্যামল কুমার ঘোষ-সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিবৃন্দ।