বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:২১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম
==============
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এর মাদামবিবিরহাট এলকার নেভিরোড আমতলায় অবস্থিত অত্যন্ত সুন্দর ও নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ সংশ্লিষ্ট মাদ্রাসা ইমাম হোসাইন রাঃ আব্বাসীয়া মাদ্রাসা ও হিফজখানা।
২৬০০ স্কয়ার ফিট সমৃদ্ধ মাদ্রাসা ভবনটি ২য় তলা বিশিষ্ট চোখে পড়ার মতো এক অনবদ্য প্রতিষ্ঠান।
অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন হলরুমে ভরপুর একটি মডেল আইডিয়াল মাদ্রাসা।
মোট শ্রেণিকক্ষ ৫ টি।
নূরানী বিভাগ, হিফজ বিভাগ, প্লে, নার্সারী, স্টেন্ডার্ড ওয়ান, টু, থ্রি।
মোট শিক্ষার্থী সংখ্যা ৩০০ জন।
অল্প খরচে সবচেয়ে ভালো একটি মাদ্রাসা সীতাকুণ্ড এর এই মাদ্রাসাটি।
গরিব, এতিম ও মেধাবীদের বিনামূল্যে পাঠদান, সাপ্তাহিক, মাসিক ও বাৎসারিক প্রতিযোগিতা আয়োজন করা ও পুরষ্কার বিতরন এর ব্যবস্থা রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে-
মহিলা হিফযুল কুরআন বিভাগ চালু করা,
ইবতেদায়ী পর্যন্ত উন্নিত করা।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসাবে নিবেদিত কাজ করে যাচ্ছেন বিশিষ্ট তরুন ইসলামি চিন্তাবিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল
মাদ্রাসা র,
(কুরআনিক সাইন্স) এর মেধাবী ছাত্র, হাজিপাড়া আব্দুর রশিদ সারাং জামে মসজিদ এর সুযোগ্য খতিব, জনাব মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন আনছারী।
শিক্ষক পরিষদঃ-
সুপার- মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন আনছারী,
সহ-সুপার-
মাওলানা মোহাম্মদ মফিদুল ইসলাম
সিনিয়র শিক্ষক-
মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান
সহকারী শিক্ষক- মাওলানা মোহাম্মদ শাফায়াতুল্লাহ্
সহকারী শিক্ষক- মোহাম্মদ শহিদুল্লাহ্
সহকারী শিক্ষক- মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম
সহকারী শিক্ষক-
মাওলানা মোহাম্মদ আমানত উল্লাহ্
সহকারী শিক্ষক-
মোছাম্মত
তাসমিন আক্তার
হিফয বিভাগঃ-
প্রধান হাফেজ, মোহাম্মদ নাছির উদ্দীন,
সহকারী হাফেয,
মাওলানা মোহাম্মদ মুজাহিদ
পরিশেষে মাদ্রাসার কল্যানে সকলে এগিয়ে আসুন, সহযোগীতা করুন, পরামর্শ প্রদান করুন, জাকাত ফিতরার হাদিয়া দান করুন, এতিম অসহায়দের পাশে দাড়াতে মাদ্রাসাতে দান করুন।