বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন

News Headline :
হোসেনপুরে বৃদ্ধি পাচ্ছে বিবাহ বিচ্ছেদ ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌড়ালেন শ্যামনগরের ইউএনও রণী খাতুন পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় ৩ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা এবার রাজশাহীর বাগানগুলোতে ফুটছে আগাম আমের মুকুল সাংবাদিক কল্যাণ তহবিলের বাৎসরিক ফ্যামিলি ডে পালিত জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! ২০ হাজার টাকা দেওয়ায় হয়রানীর অভিযোগ গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে রাবি ক্যাম্পাসে মাথায় ব্যাডের আঘাতে রাজশাহী কলেজে শিক্ষার্থীর মৃত্যু! ভোলাহাটে জরিমানা করা সত্বেও ফের মাটিকাটার কাজ অব্যাহত!! রাজশাহীর পবায় ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত বদলগাছীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

কাঁকুড়গাছিতে বৃহত্তর প্যান্টালুন্স এর নতুন শোরুমের শুভ সূচনা হলো

Reading Time: 2 minutes

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
১লা সেপ্টেম্বর শুক্রবার, বিকেল পাঁচটায় কলকাতার কাঁকুড়গাছি মোড়ে, একটি প্যান্টালুন্সের নতুন শোরুমে শুভ সূচনা করলেন। এবং এটি বৃহত্তর শোরুম, ৫৫ হাজার বর্গফুটেরও বেশি বিস্তৃত এই শোরুমটি, আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড, ফ্যাশন জগতের বিশ্বস্ত নাম এবং কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান, যা আজও অদ্বিতীয়া, প্যান্টালুনস খুচরা বাজারে ২০০৭ সালে গর্ব নিয়ে সৃষ্টি হয় আরেকটি নতুন শোরুমের সৃষ্টি করলেন রিটেইল ফ্যাশন দুনিয়ায় কাঁকুড়গাছি সংযোগস্থলে।ফিতে কেটে, প্রদীপ প্রজ্জ্বলনে মধ্য দিয়ে এবং একটি সুন্দর কেক কাটার মুহূর্ত দিয়ে এই শোরুমের শুভ সূচনা করেন সিরিয়াল জগতের ও সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী ত্রিনা সাহা, এবং উপস্থিত ছিলেন ম‍্যারিগোল্ড লেন এবং স্টাইল আপ এর সি ই ও সঙ্গীতা পেন্ডুরকার সহ অন্যান্যরা এছাড়াও উপস্থিত ছিলেন প্যান্টালুনস এর সকল কর্মচারীবৃন্দ। আজ সবার উপস্থিতিতে একটা আলাদা আলোড়ন সৃষ্টি হলো,সংক্ষিপ্ত ভাবে বলতে গিয়ে সাংবাদিকদের সামনে অভিনেত্রী ত্রিনা সাহা বলেন, প্যান্টালুনস সত্যিই ফ্যাশন জগতে একটা আলাদা আলোড়ন সৃষ্টি করেছে, শুধু তা নয় ,প্যান্টালুন্সে ১৯৯ টাকা থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য সমস্ত রকমের জিনিস পাওয়া যায় এই স্টোরে, , এবং কোয়ালিটির দিক দিয়ে ,গুনগত মান যথেষ্ট ভালো , যাহাতে কেনাকাটা করতে এসে কেউ যাতে ঘুরে না যেতে পারে, এবং , আমি প্যান্টালুনস থেকে বহু জিনিস কিনেছি এবং পড়ে আরামও পেয়েছি, আর এই নতুন শোরুমে যেভাবে পুজোর আগে নানা ধরনের ছোট থেকে বড়দের জিনিস সাজিয়েছেন, নিশ্চয়ই ক্রেতাদের মন কারবে শুধু আমার না, এবং এরকম একটি সুন্দর এলাকায় এই ধরনের শোরুম হওয়ায় অনেকেরই উপকারও হয়েছে। যাহারা দূরে প্যান্টালুন্সে যেতে পারতেন। এবং প্রায় সময় প্যান্টালুনসে বিভিন্ন অফারও দিয়ে থাকেন। এই স্টোরটি তিনতলায় মহিলাদের পোশাক পুরুষদের পোশাক ও বাচ্চাদের পোশাক আনুষাঙ্গিক পাদুকা এবং বাড়ির পণ্য জুড়ে গ্রাহকদের বিভিন্ন সামগ্রী রয়েছে, রয়েছে ট্রায়াল রুম, এবং শোরুমটি সম্পূর্ণ এসির বেষ্টনীতে ঘেরা,অনুষ্ঠানে মন্তব্য করতে গিয়ে প্যান্টালুনস, ম‍্যারিগোল্ড লেন এবং স্টাইল আপ এর সি ই ও সঙ্গীতা পেন্ডুরকার বলেন কলকাতার প্রাণবন্ত ফ্যাশন ও সাংস্কৃতি আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। এবং আমাদের কলকাতার নতুন কাঁকুড়গাছি স্টোর খুচরো উন্নত করার লক্ষ্য পরবর্তী অভিজ্ঞতা, এবং ফ্যাশন দুনিয়ায় কলকাতার অগ্ৰভাগে রয়েছে প্যান্টালুনস।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com